Ajker Patrika

জগন্নাথপুরে উপনির্বাচন: জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
জগন্নাথপুরে উপনির্বাচন: জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া বাকি চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম, জাতীয় পার্টির আতাউর রহমান, জমিয়ত উলামায়ে ইসলামের আব্দুল কাইয়ুম কামালি সিতু, স্বতন্ত্র প্রার্থী হারুন রাশীদ ও সৈয়দ তালহা আলম।

আজ রোববার যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আপিল করে মনোনয়নপত্র বৈধ করার চেষ্টা করব।’

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। অপর চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আপিল দাখিলের তারিখ ২ মে থেকে ৪ মে; নিষ্পত্তি ৭ মে; ৮ মে প্রত্যাহার। ৯ মে প্রতীক বরাদ্দ ও ২৫ মে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত