সুনামগঞ্জ সংবাদদাতা
বাসাভাড়া দিতে তিন দিন দেরি হওয়ায় ভাড়াটিয়া পরিবারকে বাইরে থেকে তালা দিয়ে রেখেছিলেন বাড়ির মালিক। পরে আত্মীয়স্বজনকে ফোন দিয়ে বিষয়টি জানায় ভুক্তভোগী পরিবার। প্রায় চার ঘণ্টা পর আত্মীয়স্বজন পুলিশের সহায়তায় তালা খুলে দিতে সক্ষম হন। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ পৌর শহরের রায়পাড়া এলাকায়। পরে বাড়ির মালিক ইউসূফ চৌধুরী বিকা ভুক্তভোগী পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে তিন মাসের বাসাভাড়া মওকুফ করে দিয়েছেন। তবে সেপ্টেম্বরে ছাড়তে হবে এই বাসা।
বাড়ির মালিক ও ভাড়াটিয়া সূত্রে জানা যায়, প্রায় চার বছর ধরে ইউসূফ চৌধুরীর বাড়িতে ভাড়া থাকে ইমন বর্মণের পরিবার। পৌর শহরে বিভিন্ন এলাকায় ঝালমুড়ি বিক্রি করে যা আয় হয়, তা দিয়েই বাসাভাড়াসহ সংসারের খরচ চালান তিনি। প্রতি মাসে বাসাভাড়া দিতে হয় ৬ হাজার ৬০০ টাকা। চার বছর ধরেই ঠিক সময়ে ভাড়া দিয়ে আসছিলেন তিনি। জুন মাসের ভাড়া চলতি মাসের পাঁচ তারিখে দেওয়ার কথা থাকলেও টাকা না থাকায় দিতে পারেননি ইমন।
ইমনের পরিবারের অভিযোগ, ৬ জুলাই থেকেই বাসার গ্যাসের লাইন বন্ধ করেন বাড়ির মালিক ইউসূফ চৌধুরী। সর্বশেষ আজ মঙ্গলবার সকাল ১০টায় তাঁরা দেখতে পান, দরজায় বাইরে থেকে তালা দেওয়া। আত্মীয়স্বজনকে মোবাইল ফোনে বিষয়টি জানালে পুলিশের সহায়তায় বেলা ২টার পরে তালা খুলে দেওয়া হয়।
ভুক্তভোগী ইমন বর্মণ বলেন, ‘আড়াই বছর আগে বাবা মারা যাওয়ার পর শহরের বিভিন্ন এলাকায় ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাই। ৬ হাজার ৬০০ টাকা বাসাভাড়া দেই। দিতে একটু লেট হলেই খারাপ আচরণ করেন মালিক ইউসূফ চৌধুরী। তিন দিন আগে গ্যাসের লাইন বন্ধ করেছেন। আমরা খেয়ে না-খেয়ে ছিলাম। আজ সকালে এসে বাইরে থেকে দরজায় তালা দিয়ে চলে গেছেন।’
ইমনের মা জবা রানী বর্মণ বলেন, ‘কয়েক দিন আগে আমাদের একটি অনুষ্ঠান গেছে। এ জন্য কয়েক দিন পরে বাসাভাড়া দিতে বলায় খারাপ আচরণ করেছেন মালিক। কয়েক দিন আগে গ্যাসের চুলা বন্ধ করেছেন। মানুষ ঘরের ভেতর রেখে আজকে এসে দরজায় তালা মেরে গেছেন।’
সুনামগঞ্জ সদর থানার এসআই জুলহাস বললেন, ‘ঘটনাস্থলে এসে চাবি উদ্ধার করে দরজার তালা খুলে দিয়েছি।’
এদিকে ঘটনার পর বিকেল ৪টায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন বাড়ির মালিক। এ সময় তিনি জুন, জুলাই ও আগস্ট মাসের বাসাভাড়া মওকুফ করার বিষয়টি জানিয়ে বলেন, সেপ্টেম্বর মাসে তাঁরা অন্য কোথাও নতুন বাসায় উঠবেন। এমন প্রস্তাবে সম্মতি জানিয়েছে ভুক্তভোগী ইমনের পরিবার।
বাসাভাড়া দিতে তিন দিন দেরি হওয়ায় ভাড়াটিয়া পরিবারকে বাইরে থেকে তালা দিয়ে রেখেছিলেন বাড়ির মালিক। পরে আত্মীয়স্বজনকে ফোন দিয়ে বিষয়টি জানায় ভুক্তভোগী পরিবার। প্রায় চার ঘণ্টা পর আত্মীয়স্বজন পুলিশের সহায়তায় তালা খুলে দিতে সক্ষম হন। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ পৌর শহরের রায়পাড়া এলাকায়। পরে বাড়ির মালিক ইউসূফ চৌধুরী বিকা ভুক্তভোগী পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে তিন মাসের বাসাভাড়া মওকুফ করে দিয়েছেন। তবে সেপ্টেম্বরে ছাড়তে হবে এই বাসা।
বাড়ির মালিক ও ভাড়াটিয়া সূত্রে জানা যায়, প্রায় চার বছর ধরে ইউসূফ চৌধুরীর বাড়িতে ভাড়া থাকে ইমন বর্মণের পরিবার। পৌর শহরে বিভিন্ন এলাকায় ঝালমুড়ি বিক্রি করে যা আয় হয়, তা দিয়েই বাসাভাড়াসহ সংসারের খরচ চালান তিনি। প্রতি মাসে বাসাভাড়া দিতে হয় ৬ হাজার ৬০০ টাকা। চার বছর ধরেই ঠিক সময়ে ভাড়া দিয়ে আসছিলেন তিনি। জুন মাসের ভাড়া চলতি মাসের পাঁচ তারিখে দেওয়ার কথা থাকলেও টাকা না থাকায় দিতে পারেননি ইমন।
ইমনের পরিবারের অভিযোগ, ৬ জুলাই থেকেই বাসার গ্যাসের লাইন বন্ধ করেন বাড়ির মালিক ইউসূফ চৌধুরী। সর্বশেষ আজ মঙ্গলবার সকাল ১০টায় তাঁরা দেখতে পান, দরজায় বাইরে থেকে তালা দেওয়া। আত্মীয়স্বজনকে মোবাইল ফোনে বিষয়টি জানালে পুলিশের সহায়তায় বেলা ২টার পরে তালা খুলে দেওয়া হয়।
ভুক্তভোগী ইমন বর্মণ বলেন, ‘আড়াই বছর আগে বাবা মারা যাওয়ার পর শহরের বিভিন্ন এলাকায় ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাই। ৬ হাজার ৬০০ টাকা বাসাভাড়া দেই। দিতে একটু লেট হলেই খারাপ আচরণ করেন মালিক ইউসূফ চৌধুরী। তিন দিন আগে গ্যাসের লাইন বন্ধ করেছেন। আমরা খেয়ে না-খেয়ে ছিলাম। আজ সকালে এসে বাইরে থেকে দরজায় তালা দিয়ে চলে গেছেন।’
ইমনের মা জবা রানী বর্মণ বলেন, ‘কয়েক দিন আগে আমাদের একটি অনুষ্ঠান গেছে। এ জন্য কয়েক দিন পরে বাসাভাড়া দিতে বলায় খারাপ আচরণ করেছেন মালিক। কয়েক দিন আগে গ্যাসের চুলা বন্ধ করেছেন। মানুষ ঘরের ভেতর রেখে আজকে এসে দরজায় তালা মেরে গেছেন।’
সুনামগঞ্জ সদর থানার এসআই জুলহাস বললেন, ‘ঘটনাস্থলে এসে চাবি উদ্ধার করে দরজার তালা খুলে দিয়েছি।’
এদিকে ঘটনার পর বিকেল ৪টায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন বাড়ির মালিক। এ সময় তিনি জুন, জুলাই ও আগস্ট মাসের বাসাভাড়া মওকুফ করার বিষয়টি জানিয়ে বলেন, সেপ্টেম্বর মাসে তাঁরা অন্য কোথাও নতুন বাসায় উঠবেন। এমন প্রস্তাবে সম্মতি জানিয়েছে ভুক্তভোগী ইমনের পরিবার।
মোহাম্মদ জুবায়েতের বয়স পাঁচ বছর। রাতে ঘুমানোর আগে এখনো বাবার জন্য অপেক্ষায় থাকে সে। রাত গভীর হয়, তার প্রশ্ন বাড়ে, বাবা কখন আসবে? এটা তার প্রতিদিনের রুটিন। জুবায়েতের মা জুবেদা খাতুন বলেন, ‘ছেলে আজও বাবার বালিশ নিয়ে অপেক্ষায় থাকে ওর বাবা আসবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই অনেক প্রশ্নের সম্মুখীন...
৩ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২২ জন শিক্ষকের অধ্যাপক পদে পদোন্নতি নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। কেউ বলছেন, বৈষম্য করা হচ্ছে; আবার কেউ বলছেন, বিধিবিধানের জটিলতায় পদোন্নতি পিছিয়ে যাচ্ছে। ফলে প্রতিষ্ঠার প্রায় দেড় দশক পার হলেও এখনো বিশ্ববিদ্যালয়ে মাত্র একজন পূর্ণ অধ্যাপক রয়েছেন।
৩ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের সিরাজদিখান ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে কিছুদিন ধরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে দুই পারের বাসিন্দাদের ঘরবাড়ির পাশাপাশি ফসলি জমি ও সৈয়দপুর-সোনাকান্দা সেতুসহ নানা স্থাপনা নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে।
৩ ঘণ্টা আগেতিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটিতে ছয় বছর পার করে দিয়েছে রাজশাহী জেলা বিএনপি। ৫ জুলাই কমিটির পাঁচ বছর পূর্তিতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ৬ বছর পূর্ণ হলো!’ তাঁর এই পোস্টের মন্তব্যে নেতা-কর্মীরা...
৩ ঘণ্টা আগে