Ajker Patrika

বিএনপির তিন মাসের কমিটিতে ৬ বছর পার

 রিমন রহমান, রাজশাহী
বিএনপির তিন মাসের কমিটিতে ৬ বছর পার

তিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটিতে ছয় বছর পার করে দিয়েছে রাজশাহী জেলা বিএনপি। ৫ জুলাই কমিটির পাঁচ বছর পূর্তিতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ৬ বছর পূর্ণ হলো!’ তাঁর এই পোস্টের মন্তব্যে নেতা-কর্মীরা সমালোচনার ঝড় তুলেছেন। পূর্ণাঙ্গ কমিটি ছয় বছরেও করতে না পারা আহ্বায়ক কমিটির ব্যর্থতা হিসেবে চিহ্নিত করছেন অনেকে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৫ জুলাই আবু সাঈদ চাঁদকে আহ্বায়ক এবং বাবু বিশ্বনাথ সরকারকে সদস্যসচিব করে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় কমিটি। তবে এই দীর্ঘ সময়ে জেলার ২৩টি সাংগঠনিক ইউনিটের বেশির ভাগ ইউনিটের সম্মেলনও করতে পারেনি আহ্বায়ক কমিটি। নেতাদের নিষ্ক্রিয়তা, গ্রুপিং-লবিং, দলীয় কোন্দল, আত্মীয়তা-স্বজনপ্রীতি এবং ব্যক্তিস্বার্থের দ্বন্দ্বে সাংগঠনিক কার্যক্রম প্রায় ভেঙে পড়েছে বলে অভিযোগ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের।

তাঁরা বলছেন, জেলা বিএনপির বর্তমান নেতৃত্ব দলকে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে। দলের অভ্যন্তরে বিভাজন তৈরি করে অঙ্গসংগঠনগুলোতেও নেতিবাচক প্রভাব ফেলেছে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। এ পরিস্থিতিতে তীব্র ক্ষোভ ও হতাশা থেকে নেতা-কর্মীরা ফেসবুকে প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে আবার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলছেন সম্মেলনের জন্য।

জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টিকে আলোচনার কেন্দ্রে আনেন। ৫ জুলাই ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, ‘আজ ৫ জুলাই। ২০১৯ সালের এই দিনে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঢাকা থেকে আরোপ করা হয়েছিল। মেয়াদ ছিল মাত্র ৩ মাস, পেরিয়ে গেছে ৭২ মাস। অথচ এই সময়ে জেলার ২৩টি ইউনিটের একটিতেও সম্মেলন হয়নি। দলীয় গ্রুপিং-লবিং, স্বজনপ্রীতি ও কোন্দল ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে বিস্তার লাভ করেছে। বিএনপি ও অঙ্গসংগঠনগুলো কার্যত কোমায় চলে গেছে।’ এ পোস্টে মন্তব্য করেন বিড়ালদহ এলাকার বিএনপির সমর্থক জাহিদ নয়ন। তিনি লেখেন, ‘রাজশাহী জেলা বিএনপি মৃতপ্রায় বৃক্ষ, যার শিকড়ে পানি নেই, পত্রপল্লবে প্রাণ নেই। ৬ বছরের নিষ্ক্রিয়তা রাজনৈতিক আত্মহত্যা।’

জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সায়েম মো. রাজিব লিখেছেন, ‘যিনি ২০০০ সালে নেত্রীর গাড়ির সামনে শুয়ে পড়ে ব্ল্যাকমেল করেছিলেন, ঠিক তেমনিভাবে আমাদেরও শুয়ে পড়া ছাড়া তো আর কোনো উপায় দেখছি না।’ মেহেদি হাসান প্রিন্স নামের আরেকজন লিখেছেন, ‘রাজশাহী জেলা বিএনপিকে আইসিইউতে পাঠিয়েছে এই কমিটি। অশিক্ষা, স্বেচ্ছাচারিতা আর স্বজনপ্রীতি আজ এর রন্ধ্রে রন্ধ্রে।’

জেলার বাগমারা উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক কামাল হোসেন বলেন, ‘আমার উপজেলায় বিভেদ দূর করে ঐক্য ফিরিয়েছিলাম। কিন্তু জেলার নেতারা ৫ আগস্টের পর বিভাজনে প্রত্যক্ষভাবে উসকানি দিয়েছেন। কর্মসূচিতে অংশ নিয়েও নেতারা বিভেদের আগুনে ঘি ঢেলেছেন। অথচ দলকে সুসংগঠিত করার দিকে তাঁদের কোনো মনোযোগ নেই। তাঁরা সম্ভাব্য প্রার্থীদের পেছনে ঘুরছেন।’ দলীয় হাইকমান্ডের প্রতি এই নেতা আহ্বান জানান, রাজশাহী বিএনপিকে চাঙা করতে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং জেলা পর্যায়ে সম্মেলন নিশ্চিত করতে হবে। তা না হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য তাঁর।

জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘কমিটির সময়সীমা তিন মাস নির্ধারিত ছিল না। বিষয়টি দলের হাইকমান্ড দেখবে। আর জেলার অধীনে ইতিমধ্যে সিংহভাগ ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে অনেকেই ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট দিচ্ছেন।’ তিনি বলেন, ‘বর্তমান জেলা নেতৃত্বের বিরুদ্ধে যাঁরা অভিযোগ আনছেন, তাঁরা স্বৈরাচার হাসিনার সময় মাঠে ছিলেন না, ঘরের মধ্যে ছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দক্ষিণ এশিয়ার নয়া আঞ্চলিক জোটের সম্ভাব্য নাম ‘সাকা’, প্রথম সম্মেলন ইসলামাবাদে

ইয়েমেনে ক্লিনিক খুলে ফেঁসে গেছেন ভারতীয় নার্স, এখন ফাঁসির অপেক্ষা

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত