মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ নেই বললেই চলে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি সপ্তমবারের মতো সংসদ সদস্য (এমপি) হওয়ার জন্য প্রচার চালালেও মাঠে নেই অন্য দুটি রাজনৈতিক দলের প্রার্থীরা।
আসনটির একাধিক ভোটার বলছেন, আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর নিয়ম রক্ষার নির্বাচনী প্রচার করছেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন ও ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী। ফলে হাড্ডাহাড্ডি লড়াই না থাকায় নৌকা প্রতীকের প্রার্থী ও তাঁর সমর্থকদের প্রচারও চলছে ঢিলেঢালাভাবে।
নির্বাচনী আসনের বিভিন্ন এলাকার ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে না। শক্ত দল বলতে আছে শুধু আওয়ামী লীগ। নৌকার প্রার্থীর সঙ্গে অন্য যে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের কেউ চেনেন না, জানেন না। ফলে এই আসনে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী এমনিতেই বিজয়ী হবে।
কমলগঞ্জের ভোটার আজমান আহমেদ বলেন, নৌকার প্রার্থী আব্দুস শহীদ একাই নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সপ্তমবারের মতো এমপি হবেন তিনি। ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আনোয়ার হোসেনের গণসংযোগ তো দূরের কথা, একটা পোস্টারও দেখা যাচ্ছে না।। আর ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী যেন চুপচাপ ঘুমাচ্ছেন।
প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘আমি আমার কর্মী-সমর্থকদের নিয়ে সাধ্যমতো প্রচার চালাচ্ছি।’
প্রার্থী আব্দুল মুহিত হাসানী বলেন, ‘নেতা-কর্মী নিয়ে যতটুকু সম্ভব প্রচার চালিয়ে যাচ্ছি।’
উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন, ‘এই আসনে আমি ছয়বার এমপি নির্বাচিত হয়ে দল-মত নির্বিশেষে মানুষের সেবা করেছি। এবারও আমি জয়ের আশা করছি।’
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ নেই বললেই চলে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি সপ্তমবারের মতো সংসদ সদস্য (এমপি) হওয়ার জন্য প্রচার চালালেও মাঠে নেই অন্য দুটি রাজনৈতিক দলের প্রার্থীরা।
আসনটির একাধিক ভোটার বলছেন, আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর নিয়ম রক্ষার নির্বাচনী প্রচার করছেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন ও ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী। ফলে হাড্ডাহাড্ডি লড়াই না থাকায় নৌকা প্রতীকের প্রার্থী ও তাঁর সমর্থকদের প্রচারও চলছে ঢিলেঢালাভাবে।
নির্বাচনী আসনের বিভিন্ন এলাকার ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে না। শক্ত দল বলতে আছে শুধু আওয়ামী লীগ। নৌকার প্রার্থীর সঙ্গে অন্য যে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের কেউ চেনেন না, জানেন না। ফলে এই আসনে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী এমনিতেই বিজয়ী হবে।
কমলগঞ্জের ভোটার আজমান আহমেদ বলেন, নৌকার প্রার্থী আব্দুস শহীদ একাই নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সপ্তমবারের মতো এমপি হবেন তিনি। ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আনোয়ার হোসেনের গণসংযোগ তো দূরের কথা, একটা পোস্টারও দেখা যাচ্ছে না।। আর ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী যেন চুপচাপ ঘুমাচ্ছেন।
প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘আমি আমার কর্মী-সমর্থকদের নিয়ে সাধ্যমতো প্রচার চালাচ্ছি।’
প্রার্থী আব্দুল মুহিত হাসানী বলেন, ‘নেতা-কর্মী নিয়ে যতটুকু সম্ভব প্রচার চালিয়ে যাচ্ছি।’
উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন, ‘এই আসনে আমি ছয়বার এমপি নির্বাচিত হয়ে দল-মত নির্বিশেষে মানুষের সেবা করেছি। এবারও আমি জয়ের আশা করছি।’
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২২ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে