Ajker Patrika

সিলেটে পুলিশের গুলিতে আহত রাইয়ানের জ্ঞান ফেরেনি ১২ দিনেও, ঢাকায় প্রেরণ

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ২০: ৩৮
সিলেটে পুলিশের গুলিতে আহত রাইয়ানের জ্ঞান ফেরেনি ১২ দিনেও, ঢাকায় প্রেরণ

সিলেটে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত রাইয়ান আহমদের জ্ঞান ফেরেনি ১২ দিনেও। উন্নত চিকিৎসার জন্য আজ শনিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

রাইয়ান দক্ষিণ সুরমার সিলাম ডালিপাড়া গ্রামের নানু মিয়ার ছেলে। চার ভাই-বোনের মধ্যে সর্বকনিষ্ঠ রাইয়ান সিলাম নগরীর পিএল বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

রাইয়ান আহমদের স্বজনেরা জানিয়েছেন, ৫ আগস্ট বিজয় মিছিলে দক্ষিণ সুরমা থানা ঘেরাওকালে পুলিশের ছোড়া গুলি মাথায় লেগে গুরুতর আহত হয় রাইয়ান। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১২ দিনেও তার জ্ঞান ফেরেনি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রাইয়ানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আজ শনিবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে রাইয়ান আহমদ গুরুতর আহত হয়েছে। ১২ দিন ধরে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার জ্ঞান ফেরেনি। বিষয়টি জানতে পেরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে এসেছি।’ তিনি রাইয়ানের জন্য সবার দোয়া চেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত