Ajker Patrika

ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ২০: ২০
ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের প্রতিবাদ এবং ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (শাবিপ্রবি) বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিলেটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। 

আজ সোমবার বেলা সাড়ে ৩টায় শাবিপ্রবির প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি আখালিয়া গ্যাস স্টেশন গিয়ে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থী ছাড়াও সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ ও মদনমোহন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের নানান স্লোগান দিতে দেখা যায়। 

কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: আজকের পত্রিকা বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম ও শাবিপ্রবির সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, ‘ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে মিথ্যা বিবৃতি পাঠ করিয়ে এই সরকার আন্দোলনকে দমানোর চেষ্টা করছে। বর্তমান আন্দোলন শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ থাকার কোনো সুযোগ নেই। আমাদের এতগুলো ভাইকে শহীদ, অত্যাচার ও গ্রেপ্তার করা হয়েছে। এ সকল অমানুষিক নির্যাতনের বিষয়গুলোর যতক্ষণ না পর্যন্ত সঠিক ফয়সালা হবে তত দিন এই স্বৈরাচার সরকারের কোনো ছলচাতুরি কাজে আসবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত