সিলেট প্রতিনিধি
সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় হাতি দেখতে গিয়ে মো. সুয়েব মিয়া নামের ৭ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। গত ২৭ এপ্রিলে নিখোঁজ শিশু সুয়েব। আজ শনিবার পর্যন্ত নিখোঁজের ৯ দিন হলেও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় গত বুধবার নিখোঁজ শিশুর পালক মা মোছা. রহিমা খাতুন সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ সুয়েব মিয়া সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর উত্তর হাটি গ্রামের মো. মোবারক মিয়ার ছেলে। তবে বর্তমানে সুয়েব মিয়া সুবিদবাজারের মিয়া ফাজিল চিস্ত এলাকার আহাদ মিয়ার কলোনিতে পালক মায়ের সঙ্গে থাকত।
পুলিশ ও শিশুর পরিবারের সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বেলা দুইটার দিকে সুয়েব মিয়া হাতি দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে অনেক সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। পরে সুয়েব মিয়ার আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে গত বুধবার রহিমা খাতুন সিলেট কোতোয়ালি থানায় জিডি করেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘সাধারণ ডায়েরি হওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। ২৭ এপ্রিল দুপুরে ওই শিশুকে স্থানীয় লোকজন তাকে হাতির পেছনে দৌড়াতে দেখেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।’
সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় হাতি দেখতে গিয়ে মো. সুয়েব মিয়া নামের ৭ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। গত ২৭ এপ্রিলে নিখোঁজ শিশু সুয়েব। আজ শনিবার পর্যন্ত নিখোঁজের ৯ দিন হলেও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় গত বুধবার নিখোঁজ শিশুর পালক মা মোছা. রহিমা খাতুন সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ সুয়েব মিয়া সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর উত্তর হাটি গ্রামের মো. মোবারক মিয়ার ছেলে। তবে বর্তমানে সুয়েব মিয়া সুবিদবাজারের মিয়া ফাজিল চিস্ত এলাকার আহাদ মিয়ার কলোনিতে পালক মায়ের সঙ্গে থাকত।
পুলিশ ও শিশুর পরিবারের সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বেলা দুইটার দিকে সুয়েব মিয়া হাতি দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে অনেক সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। পরে সুয়েব মিয়ার আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে গত বুধবার রহিমা খাতুন সিলেট কোতোয়ালি থানায় জিডি করেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘সাধারণ ডায়েরি হওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। ২৭ এপ্রিল দুপুরে ওই শিশুকে স্থানীয় লোকজন তাকে হাতির পেছনে দৌড়াতে দেখেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।’
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন করতে হবে। বর্তমান জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে কোনো সম্মেলন মানি না, মানব না।
৩ মিনিট আগে১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
৯ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
২০ মিনিট আগে