সিলেট প্রতিনিধি
হযরত শাহজালাল (রহ.) শিরক উৎখাতে পুণ্যভূমি সিলেট এসেছিলেন। পবিত্র এ ভূমিতে কোনো ভাস্কর্য-ম্যুরাল মেনে নেওয়া হবে না। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারণে বারবার জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়েছে। কিন্তু জনদাবি বারবার উপেক্ষা করা হচ্ছে। প্রশাসনের এই গড়িমসি সিলেটের তাওহীদি জনতা মেনে নেবে না।
গতকাল রোববার রাতে নগরের একটি হোটেলে ‘তাওহীদি কাফেলা’ আয়োজিত সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
হযরত শাহজালাল (রহ.) তাওহীদি কাফেলার উদ্যোগে অনুষ্ঠিত সভায় সিলেটের প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম, রাজনৈতিক, সামাজিক, ছাত্র ও ইমাম সমিতির নেতারা অংশ নেন। সভায় ম্যুরাল অপসারণের লক্ষ্যে ৩১ জানুয়ারি শুক্রবার বাদ জুমা সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। সমাবেশ সফলে চার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও প্রচারণার কর্মসূচি নেওয়া হয়।
তাওহীদি কাফেলার আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে ও সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সিলেট মহানগর কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সমন্বয়ক হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, মুফতি রশিদ আহমদ প্রমুখ।
হযরত শাহজালাল (রহ.) শিরক উৎখাতে পুণ্যভূমি সিলেট এসেছিলেন। পবিত্র এ ভূমিতে কোনো ভাস্কর্য-ম্যুরাল মেনে নেওয়া হবে না। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারণে বারবার জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়েছে। কিন্তু জনদাবি বারবার উপেক্ষা করা হচ্ছে। প্রশাসনের এই গড়িমসি সিলেটের তাওহীদি জনতা মেনে নেবে না।
গতকাল রোববার রাতে নগরের একটি হোটেলে ‘তাওহীদি কাফেলা’ আয়োজিত সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
হযরত শাহজালাল (রহ.) তাওহীদি কাফেলার উদ্যোগে অনুষ্ঠিত সভায় সিলেটের প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম, রাজনৈতিক, সামাজিক, ছাত্র ও ইমাম সমিতির নেতারা অংশ নেন। সভায় ম্যুরাল অপসারণের লক্ষ্যে ৩১ জানুয়ারি শুক্রবার বাদ জুমা সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। সমাবেশ সফলে চার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও প্রচারণার কর্মসূচি নেওয়া হয়।
তাওহীদি কাফেলার আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে ও সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সিলেট মহানগর কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সমন্বয়ক হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, মুফতি রশিদ আহমদ প্রমুখ।
রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
১৪ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
১৭ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা-ডাঙ্গারচর কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বিকট শব্দ ও কাঁপুনিতে এলাকার ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ প্রতিবাদে তাঁরা আজ বুধবার সকালে কেন্দ্রের মূল ফটকে মানববন্ধন করেছেন। ঘাট চৌধুরীর বাড়ি ও হাজি ছমদ মিয়ার বাড়ি রক্ষা কমিটির ব্যানারে
২৮ মিনিট আগে