Ajker Patrika

হবিগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫০

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সুব্রত দাশ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মশাকলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত সুব্রত দাশ ওই গ্রামের যশের দাসের ছেলে। 

দুই পক্ষের সংঘর্ষে হাসপাতালের পড়ে আছে সুব্রত দাশ (৩৫) নামে এক ব্যক্তির মরদেহপুলিশ জানায়, মশাকলি গ্রামের সুধাম দাশ ও গৌরাঙ্গ দাশের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দু-পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহত অবস্থায় মিন্টু দাশ, রাকেশদাশ, জুয়েল দাশ, বিকাশ দাশ, কালি দাশ, শুকেস দাশ, জয় কালী দাশ, গোলক দাশ, গোপী দাশ, গোরাঙ্গ দাশ, অমৃত দাশ, শ্রীকৃষ্ণ দাশ, শুদাংশু দাশ, জন্টু দাশ, বিষ্ণু দাশ, দিলীপ দাশ, গোল পল্লব দাশ, রাম গোপাল দাশ, সুভাষ দাশ, সুনীল দাস, নিতাই দাস, কিরন, বিমল দাশ, ঝুমা দাশ, শুভ্রকর দাশকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরাএ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে। সংঘর্ষ এড়াতে পুলিশ ঘটনাস্থলে আছে। এ ছাড়াও এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত