Ajker Patrika

বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  
গ্রেপ্তার আব্দুল মতিন। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার আব্দুল মতিন। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় করা মামলায় উপজেলা যুবলীগের সদস্য আব্দুল মতিনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার নিজ বাড়ি থেকে আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আসলম উল্লার ছেলে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগ আনা হয়। এ পর্যন্ত মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করল কোন কোন দেশ, বাংলাদেশও কি ছিল

প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডির সঙ্গে ড. ইউনূস, পাশে মেয়ে দীনা

জুনেও যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম, এবার বাধা দেওয়ায় বিস্মিত হয়েছি: সোহেল তাজ

বিএনপির চোখ জামায়াত ও চরমোনাইয়ের দিকে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: হাইব্রিড পদ্ধতির বিশ্ববিদ্যালয় চলবে দুপুর থেকে সন্ধ্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত