জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ছমির আলী (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ওই বৃদ্ধের মৃত্যু হয়। ছমির আলী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ডুমাই উল্লার ছেলে।
এদিকে, রোববার রাতে ওই বৃদ্ধের ছেলে নিহতের পক্ষের শাহ জামান উল্লা মুক্তার বাদী হয়ে জগন্নাথপুর থানায় ৪২ জনের নামে হত্যা মামলা করেন। পরে পুলিশ এজাহার নামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—নোয়াগাঁও গ্রামের রইছ উল্লার ছেলে বাদশা মিয়া (৫৫), তাঁর ছেলে শাকিব মিয়া (২০) ও তোতা মিয়ার ছেলে অপু মিয়া (২০)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের আজ সোমবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওই বৃদ্ধ আহত হন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। হঠাৎ করে রোববার দুপুরে তাঁর বুকে ব্যথা শুরু হলে তাঁকে দ্রুত সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার নোয়াগাঁও গ্রামের ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে ওই গ্রামের বাসিন্দা শাহ জামান উল্লা মুক্তারের সঙ্গে একই গ্রামের ইজাজ আহমদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িত উভয় পক্ষের ১০ জনকে আটক করে। পরে শনিবার আটকৃতদের পুলিশ আইনে সুনামগঞ্জ আদালতে পাঠানো হলে, দুই পক্ষের আপস-মীমাংসার প্রস্তাবে আদালত তাদের জামিন দেন।
সুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ছমির আলী (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ওই বৃদ্ধের মৃত্যু হয়। ছমির আলী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ডুমাই উল্লার ছেলে।
এদিকে, রোববার রাতে ওই বৃদ্ধের ছেলে নিহতের পক্ষের শাহ জামান উল্লা মুক্তার বাদী হয়ে জগন্নাথপুর থানায় ৪২ জনের নামে হত্যা মামলা করেন। পরে পুলিশ এজাহার নামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—নোয়াগাঁও গ্রামের রইছ উল্লার ছেলে বাদশা মিয়া (৫৫), তাঁর ছেলে শাকিব মিয়া (২০) ও তোতা মিয়ার ছেলে অপু মিয়া (২০)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের আজ সোমবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওই বৃদ্ধ আহত হন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। হঠাৎ করে রোববার দুপুরে তাঁর বুকে ব্যথা শুরু হলে তাঁকে দ্রুত সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার নোয়াগাঁও গ্রামের ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে ওই গ্রামের বাসিন্দা শাহ জামান উল্লা মুক্তারের সঙ্গে একই গ্রামের ইজাজ আহমদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িত উভয় পক্ষের ১০ জনকে আটক করে। পরে শনিবার আটকৃতদের পুলিশ আইনে সুনামগঞ্জ আদালতে পাঠানো হলে, দুই পক্ষের আপস-মীমাংসার প্রস্তাবে আদালত তাদের জামিন দেন।
প্রতিবেশী দেশগুলো থেকে চাল আমদানি করা হচ্ছে। রাজধানীসহ দেশের বাজারগুলোয় বেড়েছে সেই চালের সরবরাহ। এতে স্থানীয় বাজারে গত এক সপ্তাহে চালের দাম কেজিপ্রতি ৪ টাকা পর্যন্ত কমেছে। রাজধানীর সেগুনবাগিচা, মানিকনগর, রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগেরাজশাহীতে খাদ্য বিভাগের বিভিন্ন গুদামে পচা ও নিম্নমানের চাল সরবরাহ করা হয়েছে। গত জুন ও জুলাই মাসে চালগুলো গুদামে ঢোকানো হয়েছে। এর মধ্যে সম্প্রতি দুটি গুদামে নিম্নমানের চাল থাকার বিষয়টি জানাজানি হয়। এরপর বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে। তদন্তের সময় গুদামগুলোয় সরবরাহের রেজিস্টার ও পরিদর্শন বহি..
৫ ঘণ্টা আগেঝালকাঠির রাজাপুরে একটি এতিমখানায় ব্যাপক অনিয়ম ও সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির নাম সাহিত্যিক অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন এতিমখানা। এটির অবস্থান উপজেলার উত্তর উত্তমপুর গ্রামে। কাগজ-কলমে প্রতিষ্ঠানটিতে ৩৮ জন শিশু থাকলেও বাস্তব চিত্র অন্যরকম।
৫ ঘণ্টা আগেরাজধানীর দারুসসালাম থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে টেকনিক্যাল মোড় এলাকায় এসব নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে