সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে ভাড়াটিয়া হয়ে বসবাস করা দুই ভাই স্থানীয়দের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির (বাসা) মালিক গত শনিবার (৬ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন কুমিল্লার দেবীদ্বার থানার বাঙ্গুরী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোস্তফা (৩৯) ও রুবেল (৩০)। তাঁরা চার বছর আগে স্ত্রী-সন্তান নিয়ে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামে শেখ এনায়েত বাবলুর বাড়িতে ভাড়ায় ওঠেন এবং স্থানীয়ভাবে ভ্যানে করে কাপড়ের ব্যবসা চালাতেন।
লিখিত অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ভাড়াটিয়া থাকার সুবাদে তাঁদের প্রতি আস্থা তৈরি হয়। এ সুযোগে ব্যবসায় লাভের অংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁরা শুধু বাড়িওয়ালার কাছ থেকেই ধাপে ধাপে ১৫ লাখ টাকা নেন। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে হঠাৎ ভাড়াটিয়ার ঘরে তালা ঝুলতে দেখে সন্দেহ হলে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়; তবে তাঁদের সব নম্বর বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়, এলাকাবাসীর কাছ থেকেও বিভিন্ন সময়ে অর্থ ও স্বর্ণালংকার সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে পালিয়ে গেছেন তাঁরা।
বাড়ির মালিক শেখ এনায়েত বাবলু স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আলীম নামের এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ, মানিকের কাছ থেকে ১ লাখ ২৫ হাজার, কাপড়ের মহাজনের কাছ থেকে ১০ হাজার, বক্কারের কাছে থেকে ২৮ হাজার, ফেরদৌসের কাছে থেকে ১৫ হাজার, অটোরিকশার মালিকের কাছ থেকে ১০ হাজার এবং স্থানীয় জুয়েলারি ব্যবসায়ী ভজন কর্মকারের দোকান থেকে ৫০ হাজার টাকার একটি স্বর্ণের চেইন ও লকেট নেন তাঁরা।
বাড়ির মালিক আরও বলেন, ‘ঘর ভাড়া ১০ হাজার টাকা বাকি রয়েছে। এ ছাড়া ব্যবসার জন্য আরও ১৫ লাখ টাকা দিয়েছিলাম। সব মিলিয়ে প্রায় ২৫ লাখ টাকা নিয়ে পালিয়ে।’
আবুবক্কার নামের এক ভ্যান মিস্ত্রির কাছ থেকেও ব্যাটারি কেনার কথা বলে ২৮ হাজার টাকা নেন তাঁরা। আবুবক্কার বলেন, ‘অল্প অল্প করে কষ্টে জমানো টাকাটা দিয়েছিলাম। এখন আর ফেরত পাব কি না জানি না। এভাবে প্রতারিত হওয়ায় আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না।’
এ ব্যাপারে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
সিরাজগঞ্জের কামারখন্দে ভাড়াটিয়া হয়ে বসবাস করা দুই ভাই স্থানীয়দের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির (বাসা) মালিক গত শনিবার (৬ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন কুমিল্লার দেবীদ্বার থানার বাঙ্গুরী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোস্তফা (৩৯) ও রুবেল (৩০)। তাঁরা চার বছর আগে স্ত্রী-সন্তান নিয়ে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামে শেখ এনায়েত বাবলুর বাড়িতে ভাড়ায় ওঠেন এবং স্থানীয়ভাবে ভ্যানে করে কাপড়ের ব্যবসা চালাতেন।
লিখিত অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ভাড়াটিয়া থাকার সুবাদে তাঁদের প্রতি আস্থা তৈরি হয়। এ সুযোগে ব্যবসায় লাভের অংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁরা শুধু বাড়িওয়ালার কাছ থেকেই ধাপে ধাপে ১৫ লাখ টাকা নেন। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে হঠাৎ ভাড়াটিয়ার ঘরে তালা ঝুলতে দেখে সন্দেহ হলে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়; তবে তাঁদের সব নম্বর বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়, এলাকাবাসীর কাছ থেকেও বিভিন্ন সময়ে অর্থ ও স্বর্ণালংকার সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে পালিয়ে গেছেন তাঁরা।
বাড়ির মালিক শেখ এনায়েত বাবলু স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আলীম নামের এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ, মানিকের কাছ থেকে ১ লাখ ২৫ হাজার, কাপড়ের মহাজনের কাছ থেকে ১০ হাজার, বক্কারের কাছে থেকে ২৮ হাজার, ফেরদৌসের কাছে থেকে ১৫ হাজার, অটোরিকশার মালিকের কাছ থেকে ১০ হাজার এবং স্থানীয় জুয়েলারি ব্যবসায়ী ভজন কর্মকারের দোকান থেকে ৫০ হাজার টাকার একটি স্বর্ণের চেইন ও লকেট নেন তাঁরা।
বাড়ির মালিক আরও বলেন, ‘ঘর ভাড়া ১০ হাজার টাকা বাকি রয়েছে। এ ছাড়া ব্যবসার জন্য আরও ১৫ লাখ টাকা দিয়েছিলাম। সব মিলিয়ে প্রায় ২৫ লাখ টাকা নিয়ে পালিয়ে।’
আবুবক্কার নামের এক ভ্যান মিস্ত্রির কাছ থেকেও ব্যাটারি কেনার কথা বলে ২৮ হাজার টাকা নেন তাঁরা। আবুবক্কার বলেন, ‘অল্প অল্প করে কষ্টে জমানো টাকাটা দিয়েছিলাম। এখন আর ফেরত পাব কি না জানি না। এভাবে প্রতারিত হওয়ায় আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না।’
এ ব্যাপারে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
সিলেটে ১১ কেভি ফিডারের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
৩ মিনিট আগেস্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত আলোচিত ও বিতর্কিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আষাড়িয়ার চর ও ঝাউচর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।
৯ মিনিট আগেরাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকেরা। এতে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি এয়ারপোর্ট রোডে উত্তরা-ময়মনসিংহ মহাসড়কের যোগাযোগও বন্ধ হয়ে যায়।
১২ মিনিট আগে