নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় শ্বশুরবাড়ির পাশের কড়ইগাছ থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুর রহিম (৪০) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে নকলা থানা-পুলিশ। আজ রোববার সকালে পাঠাকাটা ইউনিয়নের নামা কৈয়াকুড়ি গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আব্দুর রহিমের পৈতৃক বাড়ি নকলা পৌরসভার জালালপুর মহল্লায়। তাঁর বাবার নাম হাবিল উদ্দিন। তবে বছর তিনেক ধরে রহিম স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন।
রহিমের স্ত্রী গার্মেন্টসকর্মী নাছিমা আক্তার বলেন, ‘আট বছর আগে রহিমের সঙ্গে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। তিন বছর আগে সে আমার পিত্রালয়ে চলে আসে। ছয় মাস আগে রহিম স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়লে আমি তাঁকে নিয়ে ঢাকায় চলে যাই এবং সেখানে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেই। ঈদুল ফিতরের আগের দিন আমি বাড়ি চলে আসি। আমার স্বামী আসেন ঈদের দিন রাত ১২টার দিকে। শনিবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির পাশে পাঠাকাটা বাজার থেকে মোবাইল ফোনের মিনিট কার্ড আনার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাইনি। ভোররাতে বসতঘরের অদূরে একটি কড়ইগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিই।’
রহিমের ছোট বোন কাজলী আক্তার (৩৫) বলেন, ‘আমার ভাই রহিমের সঙ্গে তাঁর স্ত্রী নাছিমা কিংবা শ্বশুরবাড়ির কারও বিরোধ ছিল কি না, তা আমাদের জানা নেই।’
নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে রহিমের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ছয় মাস আগে স্ট্রোকের কারণে রহিম অসুস্থ হওয়ার পর থেকে কাজ করতে পারতেন না। চিকিৎসা করাতে গিয়ে তাঁর প্রায় ৬০ হাজার টাকা দেনা হয়ে যায়। এসব কারণেও তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে রহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেরপুরের নকলায় শ্বশুরবাড়ির পাশের কড়ইগাছ থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুর রহিম (৪০) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে নকলা থানা-পুলিশ। আজ রোববার সকালে পাঠাকাটা ইউনিয়নের নামা কৈয়াকুড়ি গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আব্দুর রহিমের পৈতৃক বাড়ি নকলা পৌরসভার জালালপুর মহল্লায়। তাঁর বাবার নাম হাবিল উদ্দিন। তবে বছর তিনেক ধরে রহিম স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন।
রহিমের স্ত্রী গার্মেন্টসকর্মী নাছিমা আক্তার বলেন, ‘আট বছর আগে রহিমের সঙ্গে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। তিন বছর আগে সে আমার পিত্রালয়ে চলে আসে। ছয় মাস আগে রহিম স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়লে আমি তাঁকে নিয়ে ঢাকায় চলে যাই এবং সেখানে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেই। ঈদুল ফিতরের আগের দিন আমি বাড়ি চলে আসি। আমার স্বামী আসেন ঈদের দিন রাত ১২টার দিকে। শনিবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির পাশে পাঠাকাটা বাজার থেকে মোবাইল ফোনের মিনিট কার্ড আনার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাইনি। ভোররাতে বসতঘরের অদূরে একটি কড়ইগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিই।’
রহিমের ছোট বোন কাজলী আক্তার (৩৫) বলেন, ‘আমার ভাই রহিমের সঙ্গে তাঁর স্ত্রী নাছিমা কিংবা শ্বশুরবাড়ির কারও বিরোধ ছিল কি না, তা আমাদের জানা নেই।’
নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে রহিমের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ছয় মাস আগে স্ট্রোকের কারণে রহিম অসুস্থ হওয়ার পর থেকে কাজ করতে পারতেন না। চিকিৎসা করাতে গিয়ে তাঁর প্রায় ৬০ হাজার টাকা দেনা হয়ে যায়। এসব কারণেও তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে রহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি হিসেবে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস মো. শাফায়াত হোসেন এবং এজিএস পদে নির্বাচন করবেন আইয়ুবুর রহমান তৌফিক। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর
১০ মিনিট আগেপ্রথম স্ত্রীর ঘরের ওয়ারিশদের দাবি, প্রকৃতপক্ষে আইয়ুব আলী ঢালীর দ্বিতীয় স্ত্রীর ঘরে মাত্র দুই ছেলে ছিল। কয়ছর ঢালীর ছেলেরা বেশি সম্পত্তি দখলের জন্য ভুয়া ওয়ারিশ সনদপত্র তৈরি করেছেন। অপরদিকে কয়ছর ঢালী দাবি করেন, তকদির ও নজির নামে তার আরও দুই ভাই ছিল, যারা ছোটবেলায় মারা গেছে।
২৯ মিনিট আগেনেত্রকোনার মোহনগঞ্জের ডিঙাপোতা হাওর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বরান্তর গ্রামের পাশে হাওরের বেড়িবাঁধ এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির শরীরে কালো রঙের টি-শার্ট পরিহিত ছিলো।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন নামা বাজার তুরাগ নদীর পারে স্থাপিত একটি মন্ডপে নতুন নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের অভিযোগ ওঠেছে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মন্ডপের কয়েকটি প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পায় পূজা কমিটির সদস্যরা। তবে কে বা কারা ভাংচুর করেছে তা জানা যায়নি।
১ ঘণ্টা আগে