Ajker Patrika

শেরপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

মেয়াদোত্তীর্ণ হওয়ায় শেরপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে শেরপুর জেলা ছাত্রলীগে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি রকিবুল ইসলাম ঐতিহ্য, উপগণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মোহাম্মাদ হোসাইন এবং সহসম্পাদক মাহফুজুর রহমান নয়নের কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে। 

জানা গেছে, ২০১৮ সালের ২৮ জানুয়ারি শোয়েব হাসান শাকিলকে সভাপতি ও মতিউর রহমান মতিনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের এক বছর মেয়াদি শেরপুর জেলা শাখা কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। পরে সাধারণ সম্পাদক নিয়ে বিতর্কের মুখে একইদিন রাতে শেরপুর জেলা ছাত্রলীগের কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। পরে একই বছরের ৫ মে মতিউর রহমান মতিনকে বাদ দিয়ে রেজাউল করিম রেজাকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এদিকে ওই কমিটির ঘোষণার দুই বছর পর ২০২০ সালের ২৪ নভেম্বর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 

এদিকে প্রায় সাড়ে চার বছর পর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত