শরীয়তপুর প্রতিনিধি
ঈদের দ্বিতীয় দিন রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুতে লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও সেতুতে দাঁড়িয়ে সেলফি তোলাসহ বিভিন্ন অপরাধে ২৩ মোটরসাইকেল চালকের (বাইকার) বিরুদ্ধে মামলা করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। এসব মামলায় চালকদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে।
রোববার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন পদ্মা সেতু সাইট অফিসের এডিশনাল ডিরেক্টর মো. আমিরুল হায়দার চৌধুরী। তিনি বলেন, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুতে মোট ২৩টি প্রসিকিউশন মামলা হয়েছে। সড়ক পরিবহন আইনে মহাসড়কের জন্য আরোপিত বিভিন্ন নিয়ম ভঙ্গের (লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও দাঁড়িয়ে সেলফি তোলা ইত্যাদি) জন্য ৭১ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে।
মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, নিয়ম ভঙ্গের দায়ে ২২ মোটরসাইকেলের চালককে ৩ হাজার টাকা করে ও এক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আমিরুল হায়দার চৌধুরী বলেন, জাজিরা প্রান্তে টোল প্লাজায় মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পাওয়ায় রোববার বিকেলে তিনটি লেন চালু করা হয়। এর পর থেকে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ধীরে ধীরে কমতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় দুটি লেন চালু রাখা হয়। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৭ হাজার ৩০৩টি মোটরসাইকেল জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে।
রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে জাজিরা প্রান্তে মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পেতে থাকে। বেশির ভাগই এসেছেন আনন্দ ভ্রমণে। একসঙ্গে একাধিক মোটরসাইকেল নিয়েও বন্ধুবান্ধব মিলে ঘুরতে এসেছেন অনেকে। দীর্ঘদিন পরে পদ্মা সেতু পার হতে পেরে অনেককে আনন্দ-উল্লাস করতেও দেখা গেছে।
ঈদের দ্বিতীয় দিন রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুতে লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও সেতুতে দাঁড়িয়ে সেলফি তোলাসহ বিভিন্ন অপরাধে ২৩ মোটরসাইকেল চালকের (বাইকার) বিরুদ্ধে মামলা করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। এসব মামলায় চালকদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে।
রোববার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন পদ্মা সেতু সাইট অফিসের এডিশনাল ডিরেক্টর মো. আমিরুল হায়দার চৌধুরী। তিনি বলেন, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুতে মোট ২৩টি প্রসিকিউশন মামলা হয়েছে। সড়ক পরিবহন আইনে মহাসড়কের জন্য আরোপিত বিভিন্ন নিয়ম ভঙ্গের (লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও দাঁড়িয়ে সেলফি তোলা ইত্যাদি) জন্য ৭১ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে।
মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, নিয়ম ভঙ্গের দায়ে ২২ মোটরসাইকেলের চালককে ৩ হাজার টাকা করে ও এক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আমিরুল হায়দার চৌধুরী বলেন, জাজিরা প্রান্তে টোল প্লাজায় মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পাওয়ায় রোববার বিকেলে তিনটি লেন চালু করা হয়। এর পর থেকে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ধীরে ধীরে কমতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় দুটি লেন চালু রাখা হয়। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৭ হাজার ৩০৩টি মোটরসাইকেল জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে।
রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে জাজিরা প্রান্তে মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পেতে থাকে। বেশির ভাগই এসেছেন আনন্দ ভ্রমণে। একসঙ্গে একাধিক মোটরসাইকেল নিয়েও বন্ধুবান্ধব মিলে ঘুরতে এসেছেন অনেকে। দীর্ঘদিন পরে পদ্মা সেতু পার হতে পেরে অনেককে আনন্দ-উল্লাস করতেও দেখা গেছে।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে