শরীয়তপুর প্রতিনিধি
গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেন রাসেল পাহাড় (২৫) নামের এক যুবক। এতে রাজি না হওয়ায় গায়ে আগুন ধরিয়ে তাঁকে হত্যাচেষ্টা করেন রাসেল। গৃহবধূর শরীরের ১০ ভাগ পুড়ে গেছে। এই ঘটনায় গতকাল সোমবার রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে পুলিশ।
গৃহবধূ হত্যাচেষ্টার ঘটনায় আজ বেলা ১১টার দিকে শরীয়তপুরের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মাহবুবুল আলম।
এ সময় পুলিশ সুপার জানান, রাসেলের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার কাগদি এলাকায়। তিনি এক গৃহবধূকে প্রায় উত্ত্যক্ত ও অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হলে তাঁর ওপর ক্ষুব্ধ হন রাসেল।
গত ২৫ নভেম্বর রাতে গৃহবধূ ঘর থেকে বের হলে আগে থেকেই ওত পেতে থাকা রাসেল ও তাঁর এক সহযোগী গৃহবধূর মুখ চেপে ধরে পাশের একটি বাগানে নিয়ে হাত-পা দিয়ে বেঁধে গায়ের কাপড়ে আগুন ধরিয়ে দেন। গৃহবধূ আগুন থেকে বাঁচতে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। এ সময় চিৎকারে স্বজনেরা এসে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করের বলে সংবাদ সম্মেলনে জানায় পুলিশ।
আগুনে গৃহবধূর শরীরের ১০ ভাগ পুড়ে গেছে। এই ঘটনার পরের দিন ভুক্তভোগীর বোন সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি রাসেলকে গতকাল বিকেলে ভেদরগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার বলেন, ‘ঘটনাটি হৃদয়বিদারক ও জঘন্য কাজ। প্রাথমিকভাবে জানতে পেরেছি ছেলেটি নেশায় আসক্ত। তাঁর বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে। রাসেলকে ধরতে সক্ষম হয়েছি। তাঁকে আজ আদালতে পাঠানো হবে। এ ছাড়া তাঁর সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেন রাসেল পাহাড় (২৫) নামের এক যুবক। এতে রাজি না হওয়ায় গায়ে আগুন ধরিয়ে তাঁকে হত্যাচেষ্টা করেন রাসেল। গৃহবধূর শরীরের ১০ ভাগ পুড়ে গেছে। এই ঘটনায় গতকাল সোমবার রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে পুলিশ।
গৃহবধূ হত্যাচেষ্টার ঘটনায় আজ বেলা ১১টার দিকে শরীয়তপুরের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মাহবুবুল আলম।
এ সময় পুলিশ সুপার জানান, রাসেলের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার কাগদি এলাকায়। তিনি এক গৃহবধূকে প্রায় উত্ত্যক্ত ও অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হলে তাঁর ওপর ক্ষুব্ধ হন রাসেল।
গত ২৫ নভেম্বর রাতে গৃহবধূ ঘর থেকে বের হলে আগে থেকেই ওত পেতে থাকা রাসেল ও তাঁর এক সহযোগী গৃহবধূর মুখ চেপে ধরে পাশের একটি বাগানে নিয়ে হাত-পা দিয়ে বেঁধে গায়ের কাপড়ে আগুন ধরিয়ে দেন। গৃহবধূ আগুন থেকে বাঁচতে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। এ সময় চিৎকারে স্বজনেরা এসে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করের বলে সংবাদ সম্মেলনে জানায় পুলিশ।
আগুনে গৃহবধূর শরীরের ১০ ভাগ পুড়ে গেছে। এই ঘটনার পরের দিন ভুক্তভোগীর বোন সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি রাসেলকে গতকাল বিকেলে ভেদরগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার বলেন, ‘ঘটনাটি হৃদয়বিদারক ও জঘন্য কাজ। প্রাথমিকভাবে জানতে পেরেছি ছেলেটি নেশায় আসক্ত। তাঁর বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে। রাসেলকে ধরতে সক্ষম হয়েছি। তাঁকে আজ আদালতে পাঠানো হবে। এ ছাড়া তাঁর সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
চলতি বছরের নিম্নমাধ্যমিক পরীক্ষায় (এসএসসি পুনর্নিরীক্ষণের) ৩৪টি উত্তরপত্রে ফল জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্তে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার সকালে দুদকের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়...
১৪ মিনিট আগেদক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় মেডিকেল কলেজ ক্যাম্পাসের ফরেন হোস্টেলে থাকতেন নিদা খান। তাঁর রুমমেটরাও ভারতীয় নাগরিক। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত রুমমেটদের সঙ্গে পড়ালেখা নিয়ে আলোচনা করেন তিনি। এরপর নিজের কক্ষে চলে যান। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত তাঁর পাশের কক্ষের শিক্ষার্থীরা তাঁকে ডাকাডাকি
২৫ মিনিট আগেসকালে এনায়েত করিম চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার দিকে রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থ পাচার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম। পাশাপাশি পাঁচ দিনের
৩৭ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে রাস নামে এক রিসোর্টে শুটিংয়ে এসে এক মডেল অভিনেত্রী তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর পরপরই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য।
৪৩ মিনিট আগে