Ajker Patrika

ফের রিমান্ডের কথা শুনে কাঠগড়ায় ঢলে পড়লেন এনায়েত করিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৭
এনায়েত করিম চৌধুরী। ছবি: সংগৃহীত
এনায়েত করিম চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে ফের চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার অর্থ পাচারের একটি মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।

এদিকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার কথা শুনে আদালতের কাঠগড়ায় ঢলে পড়েন এনায়েত করিম। তিনি কাঠগড়ার ভেতরে রাখা বেঞ্চে শুয়ে পড়েন। পরে তাঁকে দায়িত্বরত পুলিশের সহযোগিতায় কাঠগড়া থেকে নিয়ে যাওয়া হয়।

সকালে এনায়েত করিম চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার দিকে রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থ পাচার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম। পাশাপাশি পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

দুদকের বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ পুলিশের সাবেক আইজিপি (মহাপরিদর্শক) বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী জীশান মীর্জা, বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ও মেজ মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে মামলা করে দুদক। তাঁদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা অবৈধভাবে বিদেশে পাচার করার অভিযোগ আনা হয়।

তদন্ত কর্মকর্তা এনায়েত করিমের রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, মামলার তদন্ত চলাকালে বেনজীরের অর্থ পাচারের সঙ্গে আসামি এনায়েত করিম চৌধুরীর সংশ্লিষ্টতা পায় দুদক। কীভাবে বেনজীর বিদেশে অর্থ পাচার করেছেন ও কার ভূমিকা কী ছিল, অর্থ পাচারের সঙ্গে কারা সংশ্লিষ্ট ছিল—সেসব তথ্য উদ্ধারের জন্য এনায়েত করিমকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় এনায়েত করিমকে ২২ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়।

১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে এনায়েত করিমকে রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ায় একটি প্রাডো গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় পুলিশ তাঁর গাড়ি থামালে তিনি কোনো সদুত্তর দিতে ব্যর্থ হন। তাঁর কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়। প্রাথমিক বিশ্লেষণে ফোন থেকে সরকার উৎখাতের ষড়যন্ত্র সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। পরে তাঁকে হেফাজতে নেয় পুলিশ। পরে ওই দিনই বিকেলে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরদিন তাঁর বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। ১৫ সেপ্টেম্বর তাঁকে দুই দিনের রিমান্ডে দেওয়া হয়। পরে ১৭ সেপ্টেম্বর আবার তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উল্লেখ করা হয়, এনায়েত করিম বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট। বাংলাদেশে এসে তিনি বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিলেন। তিনি সরকারি উচ্চ ও নীতিনির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেন। তিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বর্তমান অবস্থান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তথ্য সংগ্রহ করে নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করতেন। এনায়েত করিম বাংলাদেশে এসে জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিনষ্ট করার প্রচেষ্টায় লিপ্ত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল নিয়ে সুপার কম্পিউটার কী বলে

ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে মোবাইল ফোন কেনার সুযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত