শরীয়তপুর প্রতিনিধি
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আব্দুল্লাহ শামীমকে (১৩) শরীয়তপুরে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখীপুরের ডিএমখালী চরভয়রা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত শামীম শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের মৃত আবুল কালাম মাঝির ছোট ছেলে। সে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
গতকাল সোমবার দুপুরের বিমান দুর্ঘটনায় শামীম গুরুতর আহত হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয় বার্ন ইউনিটে। রাত ১১টার দিকে চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও তিন বোনের মধ্যে শামীম সবার ছোট। মা জুলেখা বেগম ছেলেমেয়ে নিয়ে ঢাকার উত্তরা দিয়াবাড়িতে থাকতেন। তার বাবা আবুল কালাম মাঝি সৌদিপ্রবাসী ছিলেন। সাত মাস আগে আবুল কালাম মাঝি সৌদি আরবে মারা যান। বাবা মারা যাওয়ার পর মা, বোন ও বড় ভাইয়ের আশ্রয়স্থলে আদর-যত্নে বেড়ে উঠছিল শামীম।
আজ সকালে শামীমের লাশ গ্রামের বাড়ি ভেদরগঞ্জের ডিএমখালি মাঝিকান্দি নিয়ে আসা হয়। পরে সকাল ৯টায় চরভয়রা উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই সমাহিত করা হয়। শামীমের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনেরা।
মামা সাইফুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকে ভীষণ মেধাবী ছিল আমার ভাগনে আব্দুল্লাহ শামীম। ওর স্বপ্ন ছিল চিকিৎসক হবে। বাবার মৃত্যুর পর ওকে সবাই আগলে রেখেছিলাম। আজ ও আমাদের ছেড়ে চলে গেছে। ওর বাবার কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ওর মতো এমন মৃত্যু আর যেন কারও না হয়।’
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শামীমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। সরকার তাদের পাশে রয়েছে।’
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আব্দুল্লাহ শামীমকে (১৩) শরীয়তপুরে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখীপুরের ডিএমখালী চরভয়রা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত শামীম শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের মৃত আবুল কালাম মাঝির ছোট ছেলে। সে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
গতকাল সোমবার দুপুরের বিমান দুর্ঘটনায় শামীম গুরুতর আহত হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয় বার্ন ইউনিটে। রাত ১১টার দিকে চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও তিন বোনের মধ্যে শামীম সবার ছোট। মা জুলেখা বেগম ছেলেমেয়ে নিয়ে ঢাকার উত্তরা দিয়াবাড়িতে থাকতেন। তার বাবা আবুল কালাম মাঝি সৌদিপ্রবাসী ছিলেন। সাত মাস আগে আবুল কালাম মাঝি সৌদি আরবে মারা যান। বাবা মারা যাওয়ার পর মা, বোন ও বড় ভাইয়ের আশ্রয়স্থলে আদর-যত্নে বেড়ে উঠছিল শামীম।
আজ সকালে শামীমের লাশ গ্রামের বাড়ি ভেদরগঞ্জের ডিএমখালি মাঝিকান্দি নিয়ে আসা হয়। পরে সকাল ৯টায় চরভয়রা উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই সমাহিত করা হয়। শামীমের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনেরা।
মামা সাইফুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকে ভীষণ মেধাবী ছিল আমার ভাগনে আব্দুল্লাহ শামীম। ওর স্বপ্ন ছিল চিকিৎসক হবে। বাবার মৃত্যুর পর ওকে সবাই আগলে রেখেছিলাম। আজ ও আমাদের ছেড়ে চলে গেছে। ওর বাবার কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ওর মতো এমন মৃত্যু আর যেন কারও না হয়।’
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শামীমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। সরকার তাদের পাশে রয়েছে।’
নির্বাচন ও রমজানের বিবেচনায় আগামী বছরের একুশে বইমেলা ফেব্রুয়ারি থেকে এগিয়ে এ বছরের ডিসেম্বরে আনা হয়েছে। রাজনৈতিক-সামাজিক অস্থিরতার জেরে গত বইমেলায় অনেক প্রকাশক লোকসান গুনেছেন।
২৫ মিনিট আগেফরিদপুরের সালথায় এক সাংবাদিকের ব্যক্তিগত মালিকানাধীন দোকানঘর নিয়ে ভাড়াটিয়ার সঙ্গে দ্বন্দ্বের জেরে শালিসে ওই সাংবাদিককে গালিগালাজসহ প্রাণনাশের হুমকি-ধমকি দেয়া হয়েছে। এমন অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিকদলের সভাপতি কালাম বিশ্বাস ও যুবদল নেতা পরিচয়ধারী বালাম বিশ্বাসের বিরুদ্ধে।
৩৬ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানিকে মারপিট করে টাকা লুটের অভিযোগ ওঠেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক দেয়াঙ বাজারে এই ঘটনা ঘটে। আহত দোকানির নাম রমজান আলী (১৮)। তিনি একই এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগেঝিনাইদহের মহেশপুরের কাকিলাদাড়ী এলাকা থেকে ২ কেজি ৩৩১ গ্রাম স্বর্ণসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কালীগঞ্জের খোদ্দ রায়গ্রাম এলাকার সৌরভ বিশ্বাস (২৫) ও কোটচাঁদপুরের কাগমারী গ্রামের রণজিৎ বিশ্বাস (২৫)।
১ ঘণ্টা আগে