শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৪ ঘন্টা পর আবিদ হাসান নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার পার্শ্ববর্তী জেলা মাদারীপুর সদরের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনা থেকে শিশুটির লাশটি উদ্ধার করা হয়।
শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামে কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আবিদ হাসান।
আবিদ হাসান (৮) দক্ষিণ ভাষানচর গ্রামের মফিজুর রহমান শিকদার ও আসমা আক্তারের ছেলে। আবিদ আংগারিয়া উসমানিয়া কওমিয়া মাদ্রাসার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
বাবা মফিজুর রহমান ইসলামিক ফাউন্ডেশন ভিত্তিক পরিচালিত গণশিক্ষার শিক্ষক ও মা আসমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, দুই বোন এক ভাইয়ের মধ্যে আবিদ ছিল মেজো। সাঁতার জানত না আবিদ। তাই বাবা-মায়ের সম্মতিতে বাড়ির সমবয়সী ও বড় ভাইদের সঙ্গে বাড়ির পাশের কীর্তিনাশা নদীতে গোসল করতে যায়। কথা ছিল বড় ভাইয়েরা সুন্দর মতো গোসল করিয়ে তাকে নিয়ে বাড়ি ফিরবেন।
কিছুক্ষণ সাঁতার শিখিয়ে ও গোসল শেষ করে আবিদকে পাড়ে রেখে বালুবাহী জাহাজ থেকে লাফালাফি করতে মাঝ নদীতে চলে যান বড় ভাইয়েরা। এই ফাঁকে আবিদ আবার নদীতে নেমে তলিয়ে যায়, যা বড় ভাইয়েরা টের পাননি। তারা মাঝ নদী থেকে সাঁতার কেটে পাড়ে এসে দেখেন আবিদ নেই।
এ সময় তারা মনে করে ছিলেন আবিদ হয়তো বাড়ি চলে গেছে। তাই তারাও বাড়ি ফিরে যান। বাড়ি গিয়ে আবিদকে না পেয়ে সবাই তার খোঁজ করতে থাকেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। শরীয়তপুর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে দিনভর নদীতে অভিযান চালিয়ে আবিদকে খুঁজে না পেয়ে চলে যান।
আজ সকাল থেকে ট্রলার যোগে আবার আবিদকে খুঁজতে বের হন স্বজনরা। একপর্যায়ে দুপুরের দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনায় আবিদের লাশ ভাসতে দেখেন স্বজনরা। আবিদের লাশ বিকেলে নিজ বাড়িতে দাফন করা হয়।
শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৪ ঘন্টা পর আবিদ হাসান নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার পার্শ্ববর্তী জেলা মাদারীপুর সদরের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনা থেকে শিশুটির লাশটি উদ্ধার করা হয়।
শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামে কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আবিদ হাসান।
আবিদ হাসান (৮) দক্ষিণ ভাষানচর গ্রামের মফিজুর রহমান শিকদার ও আসমা আক্তারের ছেলে। আবিদ আংগারিয়া উসমানিয়া কওমিয়া মাদ্রাসার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
বাবা মফিজুর রহমান ইসলামিক ফাউন্ডেশন ভিত্তিক পরিচালিত গণশিক্ষার শিক্ষক ও মা আসমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, দুই বোন এক ভাইয়ের মধ্যে আবিদ ছিল মেজো। সাঁতার জানত না আবিদ। তাই বাবা-মায়ের সম্মতিতে বাড়ির সমবয়সী ও বড় ভাইদের সঙ্গে বাড়ির পাশের কীর্তিনাশা নদীতে গোসল করতে যায়। কথা ছিল বড় ভাইয়েরা সুন্দর মতো গোসল করিয়ে তাকে নিয়ে বাড়ি ফিরবেন।
কিছুক্ষণ সাঁতার শিখিয়ে ও গোসল শেষ করে আবিদকে পাড়ে রেখে বালুবাহী জাহাজ থেকে লাফালাফি করতে মাঝ নদীতে চলে যান বড় ভাইয়েরা। এই ফাঁকে আবিদ আবার নদীতে নেমে তলিয়ে যায়, যা বড় ভাইয়েরা টের পাননি। তারা মাঝ নদী থেকে সাঁতার কেটে পাড়ে এসে দেখেন আবিদ নেই।
এ সময় তারা মনে করে ছিলেন আবিদ হয়তো বাড়ি চলে গেছে। তাই তারাও বাড়ি ফিরে যান। বাড়ি গিয়ে আবিদকে না পেয়ে সবাই তার খোঁজ করতে থাকেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। শরীয়তপুর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে দিনভর নদীতে অভিযান চালিয়ে আবিদকে খুঁজে না পেয়ে চলে যান।
আজ সকাল থেকে ট্রলার যোগে আবার আবিদকে খুঁজতে বের হন স্বজনরা। একপর্যায়ে দুপুরের দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনায় আবিদের লাশ ভাসতে দেখেন স্বজনরা। আবিদের লাশ বিকেলে নিজ বাড়িতে দাফন করা হয়।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরীর চকবাজার ওয়ার্ডের সাবেক সভাপতির নেতৃত্বে ঝটিকা মিছিলের পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। শনিবার নগরের পাঁচলাইশ থানার হামজারবাগসহ বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেরাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগ ও অর্থায়নে স্থাপিত প্রায় ১ হাজার ৫০০ সিসি ক্যামেরা আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা রাখছে। এই উদ্যোগকে অনুকরণীয় হিসেবে বর্ণনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশের সাফল্যের...
১৮ মিনিট আগেমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতের বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁরা দেশটিকে ইলিশ মাছ দিচ্ছেন। তিনি বলেন, ‘তারা আমাদের প্রতিবেশী, সবকিছু মিলিয়ে আমরা দিতে বাধ্য হচ্ছি।’
১ ঘণ্টা আগেরাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী চলেছে প্রাণী ও প্রাণের মিলনমেলা। ব্যতিক্রমী এ্রই আয়োজন করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এর পৃষ্ঠপোষকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ ঘণ্টা আগে