শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে চাঞ্চল্যকর লিটন ব্যাপারী হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ তারিক এজাজ এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে সাতজন আদালতে উপস্থিত ছিলেন, বাকি পাঁচ আসামি পলাতক রয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, এসকেন্দার মোল্লা, মজিবর মাদবর, আওলাদ মাদবর, সুজন মাদবর, আল আমিন মাদবর, মকবুল মাদবর, মোকাদ্দেছ মোল্লা, জলিল খা, কোব্বাস মাদবর, রবিউল্লাহ মাদবর ও চানমিয়া মাদবর। এ ছাড়া নুরুল আমিন খাকে তিন বছর এবং মনির মোল্ল্যাকে এক বছরের কারাদণ্ড দেন বিচারক।
এদের মধ্যে এসকেন্দার মোল্লা, চানমিয়া মাদবর, মকবুল মাদবর, আল-আমিন মাদবর, জলিল খা ও এক বছর সাজাপ্রাপ্ত মনির মোল্যা পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১০ সালের ৯ মার্চ জাজিরা উপজেলার রাড়ীপাড়া এলাকার লিটন ব্যাপারীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। ঘটনার তিন দিন পর লিটন ব্যাপারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনায় লিটনের ভাই মতিউর রহমান জাজিরা থানায় ৩৩ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আরও দুজনসহ মোট ৩৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগ পত্র) দেয়।
আদালত দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে ৩৫ জনের মধ্যে ১১ জনকে যাবজ্জীবন ও দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় বাকি আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার বাদী মতিউর রহমান বলেন, ‘আমার ভাইকে আসামিরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে প্রাথমিকভাবে আমরা সন্তুষ্ট। তবে এদের মধ্যে দুই চারজনকে ফাঁসি দিলে ভালো লাগত। আমাদের একটাই দাবি, উচ্চ আদালতে যেন এই রায় বহাল থাকে।’
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমরা উচ্চ আদালতে আপিল করব।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা হযরত আলী বলেন, ‘দীর্ঘ ১৩ বছর পর আজ (মঙ্গলবার) আলোচিত লিটন ব্যাপারী হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছি। যদি আসামিপক্ষ উচ্চ আদালতে যায়, তাহলে আমরা আদালতের মাধ্যমে তার জবাব দেব।’
শরীয়তপুরে চাঞ্চল্যকর লিটন ব্যাপারী হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ তারিক এজাজ এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে সাতজন আদালতে উপস্থিত ছিলেন, বাকি পাঁচ আসামি পলাতক রয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, এসকেন্দার মোল্লা, মজিবর মাদবর, আওলাদ মাদবর, সুজন মাদবর, আল আমিন মাদবর, মকবুল মাদবর, মোকাদ্দেছ মোল্লা, জলিল খা, কোব্বাস মাদবর, রবিউল্লাহ মাদবর ও চানমিয়া মাদবর। এ ছাড়া নুরুল আমিন খাকে তিন বছর এবং মনির মোল্ল্যাকে এক বছরের কারাদণ্ড দেন বিচারক।
এদের মধ্যে এসকেন্দার মোল্লা, চানমিয়া মাদবর, মকবুল মাদবর, আল-আমিন মাদবর, জলিল খা ও এক বছর সাজাপ্রাপ্ত মনির মোল্যা পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১০ সালের ৯ মার্চ জাজিরা উপজেলার রাড়ীপাড়া এলাকার লিটন ব্যাপারীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। ঘটনার তিন দিন পর লিটন ব্যাপারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনায় লিটনের ভাই মতিউর রহমান জাজিরা থানায় ৩৩ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আরও দুজনসহ মোট ৩৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগ পত্র) দেয়।
আদালত দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে ৩৫ জনের মধ্যে ১১ জনকে যাবজ্জীবন ও দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় বাকি আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার বাদী মতিউর রহমান বলেন, ‘আমার ভাইকে আসামিরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে প্রাথমিকভাবে আমরা সন্তুষ্ট। তবে এদের মধ্যে দুই চারজনকে ফাঁসি দিলে ভালো লাগত। আমাদের একটাই দাবি, উচ্চ আদালতে যেন এই রায় বহাল থাকে।’
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমরা উচ্চ আদালতে আপিল করব।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা হযরত আলী বলেন, ‘দীর্ঘ ১৩ বছর পর আজ (মঙ্গলবার) আলোচিত লিটন ব্যাপারী হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছি। যদি আসামিপক্ষ উচ্চ আদালতে যায়, তাহলে আমরা আদালতের মাধ্যমে তার জবাব দেব।’
চলতি বছরের নিম্নমাধ্যমিক পরীক্ষায় (এসএসসি পুনর্নিরীক্ষণের) ৩৪টি উত্তরপত্রে ফল জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্তে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার সকালে দুদকের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়...
১৪ মিনিট আগেদক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় মেডিকেল কলেজ ক্যাম্পাসের ফরেন হোস্টেলে থাকতেন নিদা খান। তাঁর রুমমেটরাও ভারতীয় নাগরিক। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত রুমমেটদের সঙ্গে পড়ালেখা নিয়ে আলোচনা করেন তিনি। এরপর নিজের কক্ষে চলে যান। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত তাঁর পাশের কক্ষের শিক্ষার্থীরা তাঁকে ডাকাডাকি
২৫ মিনিট আগেসকালে এনায়েত করিম চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার দিকে রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থ পাচার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম। পাশাপাশি পাঁচ দিনের
৩৭ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে রাস নামে এক রিসোর্টে শুটিংয়ে এসে এক মডেল অভিনেত্রী তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর পরপরই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য।
৪৩ মিনিট আগে