Ajker Patrika

জাজিরায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
জাজিরায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় নদী থেকে জামাল শিকারী (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার কাজীরহাটসংলগ্ন কীর্তিনাশা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। জামাল ওই এলাকার মৃত রতন শিকারীর ছেলে।

জামাল শিকারীর ভাই কামাল শিকারী বলেন, তাঁরা কাজীরহাট এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তাঁদের স্থায়ী কোনো ঠিকানা নেই। প্রায় ২৫ বছর আগে তাঁর বাবা এবং তিন বছর আগে মা মারা যান। তিন ভাইয়ের মধ্যে জামাল সবার ছোট, এখনো বিয়ে করেননি। তাঁদের কেউ ভাঙ্গারি দোকানে কাজ করেন, কেউ ট্রলি চালান।

ভাইয়ের কোনো শত্রু নেই জানিয়ে কামাল শিকারী বলেন, তাঁর ভাইকে কে বা কারা হত্যা করেছে, বা কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তিনি জানেন না।

এ বিষয়ে জানতে চাইলে মাঝিরঘাট ফাঁড়ির ইনচার্জ মো. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে কাজীরহাট বাজার এলাকার নির্মাণাধীন ব্রিজের কাছে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল নিয়ে সুপার কম্পিউটার কী বলে

ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে মোবাইল ফোন কেনার সুযোগ

নেছারাবাদে ছেলের গলায় দা ধরে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত