শরীয়তপুর প্রতিনিধি
মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে শরীয়তপুর ফরিদপুর রুটে ২ দিনের পরিবহন ধর্মঘট পালন করছে শরীয়তপুর বাস–মিনিবাস মালিক সমিতি। এদিকে জেলার বিএনপি নেতাদের দাবি—শনিবার ফরিদপুরের বিভাগীয় সম্মেলনে বাধা দিতে সরকারের নির্দেশে ধর্মঘট পালন করছে বাস মালিক ও শ্রমিকেরা।
আজ শুক্রবার সকাল থেকে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যায়নি কোনো বাস। তবে বাস চলাচল স্বাভাবিক ছিল আন্তজেলা ও দূরপাল্লার সকল রুটে। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়া ফরিদপুরের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শরীয়তপুর বাস–মিনিবাস মালিক সমিতি কার্যালয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর থেকে ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, সাতক্ষীরায় সরাসরি বাস চলাচল করে। মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ফরিদপুর বাস–মিনিবাস মালিক সমিতি। একই দাবিতে শরীয়তপুর বাস–মিনিবাস মালিক সমিতি ওই রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সময় জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে।
শুক্রবার সকাল থেকে জেলা শহরের বাস স্ট্যান্ড, মনোহরবাজার ও প্রেমতলা এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকে ফরিদপুর রুটে চলাচলকারী ফেম, শরীয়তপুর সুপার সার্ভিস ও বৃষ্টি পরিবহনের সামনে জড়ো হয়েছেন যাত্রীরা। এ সময় অনেক বয়স্ক মানুষ, নারী ও শিশু যাত্রীদের উপস্থিতিও চোখে পড়ে। এ সময় কাউন্টারে এসে বাস বন্ধ থাকার বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক যাত্রী। অনেকেই অতিরিক্ত অর্থ ব্যয় করে বিকল্প উপায়ে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করেছেন। আবার কেউ কেউ কোনো উপায় না পেয়ে বাড়ি ফিরে গেছেন।
কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কথা হয় ষাটোর্ধ্ব নুরজাহান বেগমের সঙ্গে। তিনি আজকের পত্রিকার প্রতিবেদককে বলেন, ‘সকাল ৮টা থেকে বাসের জন্য অপেক্ষা করছি। ১১টা পর্যন্ত কোনো বাস আসে নাই। মেয়ে অসুস্থ, জরুরি ফরিদপুর যাওয়া দরকার। আগে জানলে গতকাল চলে যেতাম। এখন নাতি নাতনীরে নিয়ে কীভাবে ফরিদপুর যাই!’
ফরিদপুরের উদ্দেশে ফেম পরিবহনের কাউন্টারে আসা রুহুল আমিন বলেন, ‘সব রুটে বাস চললেও ফরিদপুর রুটে ধর্মঘট। অবৈধ যানবাহন বন্ধের দাবিতে ধর্মঘট হলে সকল রুটেই তা করা হতো। একটি রুটে ধর্মঘট করে আমাদের ভোগান্তি দিচ্ছে বাস মালিকেরা। শনিবার বিএনপির সম্মেলনের কারণেই বাস বন্ধ করেছে মালিকেরা। রাজনৈতিক কারণে আমরা সাধারণ মানুষ কেন ভোগান্তিতে পড়ব?’
শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বলেন, ‘সব রুটে বাস চলাচল স্বাভাবিক রেখে শুধু ফরিদপুর রুটে বাস বন্ধ রাখা হয়েছে। এ থেকেই পরিষ্কার বোঝা যায় বিএনপির সম্মেলনে বাধা দিতে সরকারের নির্দেশে বাস মালিকেরা ধর্মঘট করছে। এসব করে জনস্রোত থামানো যাবে না। নেতা কর্মীরা আগে থেকেই সম্মেলনে যোগ দিতে চলে গেছেন। আজ অনেকেই বিকল্প উপায়ে ফরিদপুর যাচ্ছে।’
তবে ধর্মঘটের বিষয়ে জানতে একাধিকবার বাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে শরীয়তপুর ফরিদপুর রুটে ২ দিনের পরিবহন ধর্মঘট পালন করছে শরীয়তপুর বাস–মিনিবাস মালিক সমিতি। এদিকে জেলার বিএনপি নেতাদের দাবি—শনিবার ফরিদপুরের বিভাগীয় সম্মেলনে বাধা দিতে সরকারের নির্দেশে ধর্মঘট পালন করছে বাস মালিক ও শ্রমিকেরা।
আজ শুক্রবার সকাল থেকে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যায়নি কোনো বাস। তবে বাস চলাচল স্বাভাবিক ছিল আন্তজেলা ও দূরপাল্লার সকল রুটে। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়া ফরিদপুরের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শরীয়তপুর বাস–মিনিবাস মালিক সমিতি কার্যালয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর থেকে ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, সাতক্ষীরায় সরাসরি বাস চলাচল করে। মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ফরিদপুর বাস–মিনিবাস মালিক সমিতি। একই দাবিতে শরীয়তপুর বাস–মিনিবাস মালিক সমিতি ওই রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সময় জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে।
শুক্রবার সকাল থেকে জেলা শহরের বাস স্ট্যান্ড, মনোহরবাজার ও প্রেমতলা এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকে ফরিদপুর রুটে চলাচলকারী ফেম, শরীয়তপুর সুপার সার্ভিস ও বৃষ্টি পরিবহনের সামনে জড়ো হয়েছেন যাত্রীরা। এ সময় অনেক বয়স্ক মানুষ, নারী ও শিশু যাত্রীদের উপস্থিতিও চোখে পড়ে। এ সময় কাউন্টারে এসে বাস বন্ধ থাকার বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক যাত্রী। অনেকেই অতিরিক্ত অর্থ ব্যয় করে বিকল্প উপায়ে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করেছেন। আবার কেউ কেউ কোনো উপায় না পেয়ে বাড়ি ফিরে গেছেন।
কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কথা হয় ষাটোর্ধ্ব নুরজাহান বেগমের সঙ্গে। তিনি আজকের পত্রিকার প্রতিবেদককে বলেন, ‘সকাল ৮টা থেকে বাসের জন্য অপেক্ষা করছি। ১১টা পর্যন্ত কোনো বাস আসে নাই। মেয়ে অসুস্থ, জরুরি ফরিদপুর যাওয়া দরকার। আগে জানলে গতকাল চলে যেতাম। এখন নাতি নাতনীরে নিয়ে কীভাবে ফরিদপুর যাই!’
ফরিদপুরের উদ্দেশে ফেম পরিবহনের কাউন্টারে আসা রুহুল আমিন বলেন, ‘সব রুটে বাস চললেও ফরিদপুর রুটে ধর্মঘট। অবৈধ যানবাহন বন্ধের দাবিতে ধর্মঘট হলে সকল রুটেই তা করা হতো। একটি রুটে ধর্মঘট করে আমাদের ভোগান্তি দিচ্ছে বাস মালিকেরা। শনিবার বিএনপির সম্মেলনের কারণেই বাস বন্ধ করেছে মালিকেরা। রাজনৈতিক কারণে আমরা সাধারণ মানুষ কেন ভোগান্তিতে পড়ব?’
শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বলেন, ‘সব রুটে বাস চলাচল স্বাভাবিক রেখে শুধু ফরিদপুর রুটে বাস বন্ধ রাখা হয়েছে। এ থেকেই পরিষ্কার বোঝা যায় বিএনপির সম্মেলনে বাধা দিতে সরকারের নির্দেশে বাস মালিকেরা ধর্মঘট করছে। এসব করে জনস্রোত থামানো যাবে না। নেতা কর্মীরা আগে থেকেই সম্মেলনে যোগ দিতে চলে গেছেন। আজ অনেকেই বিকল্প উপায়ে ফরিদপুর যাচ্ছে।’
তবে ধর্মঘটের বিষয়ে জানতে একাধিকবার বাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে অন্তত আটটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পশ্চিম কুমারভোগ জামে মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেচিকিৎসকেরা জানিয়েছেন, তাকে সুস্থ করতে জরুরিভাবে অপারেশন দরকার। অপারেশন করাতে ছয় লাখ টাকা প্রয়োজন। কিন্তু সেই টাকা পরিবারের নেই। প্রায় পাঁচ বছর ধরে শিশুটিকে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। এখন একসঙ্গে এতগুলো টাকা জোগাড় করতে পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।
১৪ মিনিট আগেইটিসি প্রযুক্তি ব্যবহারের কারণে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় ক্যামেরা যানবাহনের নম্বর শনাক্ত করে টোল কেটে নিয়ে তাৎক্ষণিক গেট খুলে দিচ্ছে। এতে সাশ্রয় হচ্ছে কর্মঘণ্টা ও জ্বালানি খরচ। আর ইটিসি পদ্ধতিতে নগদ টোল আদায়ের পরিবর্তে গাড়ির উইন্ডশিল্ডে সংযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ডিভাইস (আরএফআইডি) ট্যাগ
৩৮ মিনিট আগেপরিশোধন ক্ষমতা বাড়ানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ বছর আগে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ইউনিট-২ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রকল্পটি দফায় দফায় সংশোধন করা হয়। এতে ব্যয় ১৩ হাজার কোটি থেকে বেড়ে দাঁড়ায় ৪২ হাজার কোটি টাকায়।
৫ ঘণ্টা আগে