Ajker Patrika

পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকনেতার মৃত্যু 

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২৪, ২০: ০৬
পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকনেতার মৃত্যু 

সাতক্ষীরার পাটকেলঘাটায় নিজের ঘরে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে আশিকুর রহমান মিলন (৩৫) নামের এক শ্রমিকনেতার মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

আশিকুর রহমান মিলন পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া এলাকার আনিস মোড়লের ছেলে। তিনি ট্রাক চালানোর পাশাপাশি তালা উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিদ্যুতায়িত হয়ে আশিকুর রহমান মিলনের মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজিম উদ্দীন সানা জানান, গতকাল রাত ১২টার দিকে আশিকুর রহমান মিলন বাড়ির বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন। এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে হাত লাগে তাঁর।

আশিকুর রহমান মিলনকে উদ্ধার করে পাটকেলঘাটা বাজারের বেসরকারি হাসপাতাল পপুলার ক্লিনিকে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার জোহর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম নজরুল ইসলাম আশিকুর রহমান মিলনের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘আশিকুর রহমান মিলন ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ছাড়া তিনি তালা উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত