সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় কিশোরীকে হত্যা ও তরুণীকে ধর্ষণের পৃথক দুই মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আব্দুর রহমান (২২) জেলার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের আলতাফ হোসেনের ছেলে। রবিউল ইসলামের (৩৬) বাড়ি আশাশুনি উপজেলার মনিপুর গ্রামে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ২৭ মার্চ রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় মোছা. সানজিদা হোসেন সুজ্যোতি (১৩)। সে কলারোয়া পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পরদিন ভোরে ওই গ্রামের বিলের মধ্যে গলায় ওড়না প্যাঁচানো ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। হত্যাকাণ্ডের ঘটনার এক বছর আগে থেকে সুজ্যোতির প্রতিবেশী আব্দুর রহমানের সঙ্গে প্রেম ছিল। এ ঘটনায় সুজ্যোতির মা লাইলী পারভীন বাদী হয়ে ২৯ মার্চ কলারোয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে আব্দুর রহমানকে ওই বছরের ৪ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুর রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন তাঁর বিরুদ্ধে ২৮ এপ্রিল আদালতে চার্জশিট দখল করেন।
এ মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আব্দুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান পিন্টু জানান, সুজ্যোতি হত্যা মামলার রায়ে আসামিপক্ষ খুশি নন। এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চতর আদালতে আপিল করবেন। তবে জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
অন্যদিকে আশাশুনি উপজেলায় এক তরুণীকে ধর্ষণের দায়ে রবিউল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ২০১০ সালের ১৩ আগস্ট আশাশুনি থানার এসআই মজিবর রহমান একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। পাঁচজন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। এর আগে একই সালের ২৯ জুন তরুণীর বাবা আশাশুনি থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকে রবিউল ইসলাম পলাতক রয়েছেন।
সাতক্ষীরায় কিশোরীকে হত্যা ও তরুণীকে ধর্ষণের পৃথক দুই মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আব্দুর রহমান (২২) জেলার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের আলতাফ হোসেনের ছেলে। রবিউল ইসলামের (৩৬) বাড়ি আশাশুনি উপজেলার মনিপুর গ্রামে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ২৭ মার্চ রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় মোছা. সানজিদা হোসেন সুজ্যোতি (১৩)। সে কলারোয়া পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পরদিন ভোরে ওই গ্রামের বিলের মধ্যে গলায় ওড়না প্যাঁচানো ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। হত্যাকাণ্ডের ঘটনার এক বছর আগে থেকে সুজ্যোতির প্রতিবেশী আব্দুর রহমানের সঙ্গে প্রেম ছিল। এ ঘটনায় সুজ্যোতির মা লাইলী পারভীন বাদী হয়ে ২৯ মার্চ কলারোয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে আব্দুর রহমানকে ওই বছরের ৪ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুর রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন তাঁর বিরুদ্ধে ২৮ এপ্রিল আদালতে চার্জশিট দখল করেন।
এ মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আব্দুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান পিন্টু জানান, সুজ্যোতি হত্যা মামলার রায়ে আসামিপক্ষ খুশি নন। এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চতর আদালতে আপিল করবেন। তবে জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
অন্যদিকে আশাশুনি উপজেলায় এক তরুণীকে ধর্ষণের দায়ে রবিউল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ২০১০ সালের ১৩ আগস্ট আশাশুনি থানার এসআই মজিবর রহমান একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। পাঁচজন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। এর আগে একই সালের ২৯ জুন তরুণীর বাবা আশাশুনি থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকে রবিউল ইসলাম পলাতক রয়েছেন।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে