Ajker Patrika

গাইবান্ধায় খাবারে বিষক্রিয়া, মাদ্রাসার ১৬ শিক্ষার্থী হাসপাতালে

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় খাবারে বিষক্রিয়া, মাদ্রাসার ১৬ শিক্ষার্থী হাসপাতালে

গাইবান্ধা শহরের একটি হাফিজিয়া মাদ্রাসায় খাবার খেয়ে ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। গতকাল সোমবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মাদ্রাসার মোহতামিম মাওলানা মানসুর রাহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদ্রাসার প্রায় ২০০ বাচ্চার সবাই আবাসিকে থাকে। তারা তিনবেলা মাদ্রাসার রান্না করা খাবার খায়। গত রাতেও তারা স্বাভাবিক খাবার (সাদা ভাত, ডাল ও শিম ভাজি) খেয়ে শুয়ে পড়ে। রাত ২টার দিকে হঠাৎ কয়েকজনের পাতলা পায়খানা হয় এবং কয়েকজন পাতলা পায়খানার সঙ্গে বমি করে।

মাওলানা মানসুর রাহমান বলেন, ‘তখন স্যালাইনসহ তাদের প্রাথমিক ওষুধ খাওয়ানো হয়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় সকালে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করি। সেখানে তাদের চিকিৎসা চলছে। আমরা বাচ্চার অভিভাবকদের খবর দিয়েছি।’

মাদ্রাসার শিক্ষার্থী রাসেল মিয়া বলে, ‘গত রাতে খাবার খাওয়ার পর পেটে সমস্যা হয়। পরে আমরা গিয়ে হুজুরকে বললে আমাদের ১৬ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়।’

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এ এস এম রুহুল আমিন আরও বলেন, সকালে গাইবান্ধার ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। অবস্থা পর্যবেক্ষণ করে তাদের সবাইকে ভর্তি নেওয়া হয়। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। ধারণা করা হচ্ছে, তাদের খাবারে বিষক্রিয়া হয়েছিল। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছে।

হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. খানম ফারহানা সাদিকা আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা বর্তমানে ভালো আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত