চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরের ৫ নম্বর রেলওয়েঘাট এলাকায় জায়েদা বেগম (৪৫) নামের এক নারীকে ইট ও দা দিয়ে আঘাত করে হত্যার দায়ে তাঁর ছেলে শরীফ বেপারিকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামছুন্নাহার মামলার এই রায় ঘোষণা করেন।
জায়েদা বেগম রেলওয়েঘাট এলাকার আরব আলী বেপারির স্ত্রী। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শরীফ তাঁর বড় ছেলে। তাঁরা রেলওয়েঘাট এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তাঁদের স্থায়ী ঠিকানা সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, শরীফ মাদকাসক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে চাঁদপুর রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল। মাদক সেবন করে শরীফ বিভিন্ন সময় তাঁর মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। ঘটনার দিন ২০১৭ সালের ১১ জুলাই সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে শরীফ তাঁর মাকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে ইট ও দা দিয়ে আঘাত করেন। আশপাশের লোকজন ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জায়েদা বেগমের হত্যার বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শরীফকে আটক করে। এ ঘটনায় আরব আলী বেপারি ওই রাতেই স্ত্রীকে হত্যার ঘটনায় ছেলে শরীফের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ তদন্ত শেষে ওই বছরের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার সরকারি কৌঁসুলি (পিপি) কুহিনুর বেগম বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর পুলিশ তাঁকে কারাগারে নিয়ে যায়।
চাঁদপুর শহরের ৫ নম্বর রেলওয়েঘাট এলাকায় জায়েদা বেগম (৪৫) নামের এক নারীকে ইট ও দা দিয়ে আঘাত করে হত্যার দায়ে তাঁর ছেলে শরীফ বেপারিকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামছুন্নাহার মামলার এই রায় ঘোষণা করেন।
জায়েদা বেগম রেলওয়েঘাট এলাকার আরব আলী বেপারির স্ত্রী। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শরীফ তাঁর বড় ছেলে। তাঁরা রেলওয়েঘাট এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তাঁদের স্থায়ী ঠিকানা সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, শরীফ মাদকাসক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে চাঁদপুর রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল। মাদক সেবন করে শরীফ বিভিন্ন সময় তাঁর মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। ঘটনার দিন ২০১৭ সালের ১১ জুলাই সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে শরীফ তাঁর মাকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে ইট ও দা দিয়ে আঘাত করেন। আশপাশের লোকজন ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জায়েদা বেগমের হত্যার বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শরীফকে আটক করে। এ ঘটনায় আরব আলী বেপারি ওই রাতেই স্ত্রীকে হত্যার ঘটনায় ছেলে শরীফের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ তদন্ত শেষে ওই বছরের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার সরকারি কৌঁসুলি (পিপি) কুহিনুর বেগম বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর পুলিশ তাঁকে কারাগারে নিয়ে যায়।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে আব্দুল সাত্তার (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জ্যোতিন্দ্রনারায়ণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে উল্টে যাওয়া তুলাবোঝাই একটি ট্রাক অনেক চেষ্টার পর সরানো গেছে। আজ মঙ্গলবার দুপুরে রেকারসহ পর্যাপ্ত সরঞ্জাম এনে হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে ট্রাকটি সরায়। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন এ কথা নিশ্চিত করেন।
৩৩ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে এসে মো. হাসিম নামের এক যুবক অপহরণের শিকার হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে ছেলে অপহরণের বিষয়টি জানান হাসিমের বাবা নুর হোসেন। অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন বলে তিনি জানান।
১ ঘণ্টা আগেএক দিনের মাথায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইউএনও মোহাম্মদ রবিন মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে
১ ঘণ্টা আগে