দিনাজপুর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বিএনপি-জামায়াতের আমলে কৃষকেরা সার-বীজের জন্য গুলি খেয়ে মরেছেন। তাঁরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়েছেন। বিএনপি-জামায়াতের লোকজন কৃষকদের ভয় দেখিয়ে ও কৃষককে গুলি করে মেরে ফেলে ধান-চাল লুট করে নিয়েছেন। নিজেদের গোডাউন ভর্তি করেছেন। কৃষকেরা শান্তিতে ছিলেন না। এক সময় বিএনপি-জামায়াতের গুলির ভয়ে কৃষি কাজে বের হতেন না কৃষকেরা।’
হুইপ আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কৃষকের ঘরে ঘরে সার-বীজ ঘোরে। দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে ভর্তুকি দিয়ে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করে শেখ হাসিনার সরকার। কৃষকেরা এখন বাড়ি থেকে বের হয়ে কৃষি কাজে ব্যস্ত সময় পার করছেন। বঙ্গবন্ধু কন্যা কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন।’
আজ শনিবার দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর এসব কথা বলেন। স্মার্ট কার্ডের মাধ্যমে পাঁচ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এ বি ব্যাংক লিমিটেডের সহযোগিতায় স্বল্প সুদে ৫০ কোটি টাকার ওই কৃষিঋণ বিতরণ করা হয়।
এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সরকারের উপসচিব মোরারজী দেশাই, অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করীম, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তহিদুল হক সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম প্রমুখ।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বিএনপি-জামায়াতের আমলে কৃষকেরা সার-বীজের জন্য গুলি খেয়ে মরেছেন। তাঁরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়েছেন। বিএনপি-জামায়াতের লোকজন কৃষকদের ভয় দেখিয়ে ও কৃষককে গুলি করে মেরে ফেলে ধান-চাল লুট করে নিয়েছেন। নিজেদের গোডাউন ভর্তি করেছেন। কৃষকেরা শান্তিতে ছিলেন না। এক সময় বিএনপি-জামায়াতের গুলির ভয়ে কৃষি কাজে বের হতেন না কৃষকেরা।’
হুইপ আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কৃষকের ঘরে ঘরে সার-বীজ ঘোরে। দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে ভর্তুকি দিয়ে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করে শেখ হাসিনার সরকার। কৃষকেরা এখন বাড়ি থেকে বের হয়ে কৃষি কাজে ব্যস্ত সময় পার করছেন। বঙ্গবন্ধু কন্যা কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন।’
আজ শনিবার দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর এসব কথা বলেন। স্মার্ট কার্ডের মাধ্যমে পাঁচ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এ বি ব্যাংক লিমিটেডের সহযোগিতায় স্বল্প সুদে ৫০ কোটি টাকার ওই কৃষিঋণ বিতরণ করা হয়।
এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সরকারের উপসচিব মোরারজী দেশাই, অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করীম, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তহিদুল হক সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম প্রমুখ।
বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। দুর্ঘটনার পর টানা কয়েক দিন বন্ধ ছিল এ ক্যাম্পাস। মাঝখানে কয়েক দিন ক্যাম্পাস খোলা থাকলেও হয়নি শ্রেণি কার্যক্রম।
১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগে