Ajker Patrika

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২২, ১২: ৪৭
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

দিনাজপুর সদরে এক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। আহতদের মধ্যে ১৯ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর-ঢাকা মহাসড়কের ব্যাংকালী নামক স্থানে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহসান পরিবহন নামে দূরপাল্লার একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন আব্দুর রহিম (৪০), আরেফিন আক্তার নিশা (২৩) এবং অপর একজন অজ্ঞাত পুরুষ যাত্রী (৩৫)।

এ বিষয়ে দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ জানান, আহসান পরিবহন নামে একটি কোচ পঞ্চগড় থেকে ঢাকায় যাচ্ছিল। রাত সাড়ে ৯টায় কোচটি দিনাজপুর সদর উপজেলার ব্যাংকালী নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁদের মধ্যে দুজন তাৎক্ষণিকভাবে মারা যান এবং রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত