Ajker Patrika

বিরলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৫: ৪০
বিরলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের বিরলে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিরল উপজেলার রবিপুর মোড়ে এ ঘটনা ঘটে। 

মৃত শিশুটি রবিপুর গ্রামের একরামুল হকের মেয়ে সাদিয়া (৮)। আহত আরেক শিশু একই গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তানিয়া (৮)। 

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে শিশু দুটি। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাদের পুকুরে দেখতে পায়। পুকুর থেকে সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তানিয়াকে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। 

বিরল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত