দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে রেল লাইনের সিগন্যাল পিলারের ধাক্কায় অজ্ঞাত এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মন্মথপুর রেল স্টেশনের দুই শ গজ পশ্চিমে ৩৮৬ / ৬ নম্বর সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা সিগন্যাল পিলার অপসারণসহ বেশ কয়েকটি দাবিতে পার্বতীপুর-দিনাজপুর রেলপথ অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শী মনমথপুর ইউনিয়নের কৈবত্যপাড়া গ্রামের অনুপম বিশ্বাস ও পল্লি চিকিৎসক গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে ৯টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ওই যুবক দরজা দিয়ে মাথা বের করে। এ সময় পিলারের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন থেকে পরে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তারা জানান, রেল লাইনটি ডাবল লাইনে বর্ধিত করা হলেও ওই পিলারটি সরানো হয়নি। দীর্ঘদিন যাবৎ ওই স্টেশনের কার্যক্রম বন্ধ থাকলেও লাইনের পাশের একই পিলারের ধাক্কায় গত ৬ / ৭ মাস আগে একজনের মৃত্যু হয়। আজকের ঘটনার পর সকাল ১১টা থেকে সিগন্যাল পিলার অপসারণ, স্টেশনের কার্যক্রম চালু ও রেলের গেটম্যানের নিয়োগের তিন দফা দাবিতে পার্বতীপুর-দিনাজপুর রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস অবরোধ করে রাখে উত্তেজিত এলাকাবাসী। পরে ওই ট্রেনের পরিচালক চালক মাহমুদুল হাসান ও চালক নাজমুল হক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয়দের মোবাইলে কথা বলে দাবি আদায়ের আশ্বাস দেন। এরপর ৪০ মিনিট পর বেলা ১২টা ১০ মিনিটে ট্রেনটি পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় দিনাজপুর রেল থানার উপপরিদর্শক জাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।
এ ব্যাপারে দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম এরশাদুল হক ভূঁইয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের অবরোধের ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ সময়ে অন্য কোনো ট্রেন না থাকায় শুধুমাত্র বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ৪০ মিনিট আটকে থাকে। ওই পিলারে ধাক্কা লেগে আগেও দুর্ঘটনা ঘটেছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
দিনাজপুরের পার্বতীপুরে রেল লাইনের সিগন্যাল পিলারের ধাক্কায় অজ্ঞাত এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মন্মথপুর রেল স্টেশনের দুই শ গজ পশ্চিমে ৩৮৬ / ৬ নম্বর সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা সিগন্যাল পিলার অপসারণসহ বেশ কয়েকটি দাবিতে পার্বতীপুর-দিনাজপুর রেলপথ অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শী মনমথপুর ইউনিয়নের কৈবত্যপাড়া গ্রামের অনুপম বিশ্বাস ও পল্লি চিকিৎসক গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে ৯টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ওই যুবক দরজা দিয়ে মাথা বের করে। এ সময় পিলারের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন থেকে পরে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তারা জানান, রেল লাইনটি ডাবল লাইনে বর্ধিত করা হলেও ওই পিলারটি সরানো হয়নি। দীর্ঘদিন যাবৎ ওই স্টেশনের কার্যক্রম বন্ধ থাকলেও লাইনের পাশের একই পিলারের ধাক্কায় গত ৬ / ৭ মাস আগে একজনের মৃত্যু হয়। আজকের ঘটনার পর সকাল ১১টা থেকে সিগন্যাল পিলার অপসারণ, স্টেশনের কার্যক্রম চালু ও রেলের গেটম্যানের নিয়োগের তিন দফা দাবিতে পার্বতীপুর-দিনাজপুর রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস অবরোধ করে রাখে উত্তেজিত এলাকাবাসী। পরে ওই ট্রেনের পরিচালক চালক মাহমুদুল হাসান ও চালক নাজমুল হক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয়দের মোবাইলে কথা বলে দাবি আদায়ের আশ্বাস দেন। এরপর ৪০ মিনিট পর বেলা ১২টা ১০ মিনিটে ট্রেনটি পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় দিনাজপুর রেল থানার উপপরিদর্শক জাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।
এ ব্যাপারে দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম এরশাদুল হক ভূঁইয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের অবরোধের ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ সময়ে অন্য কোনো ট্রেন না থাকায় শুধুমাত্র বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ৪০ মিনিট আটকে থাকে। ওই পিলারে ধাক্কা লেগে আগেও দুর্ঘটনা ঘটেছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৫ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৬ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৮ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৯ মিনিট আগে