দিনাজপুর প্রতিনিধি
শৈত্যপ্রবাহ, টানা কয়েক দিন কুয়াশা ও মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাস ছিল হতে পারে বৃষ্টি। তবে না হলেও দুপুরের পর অবশেষে তীব্র ঠান্ডার মধ্যে সামান্য উষ্ণতার পরশ পেল দিনাজপুরবাসী। আজ বুধবার দুপুরের পর বেলা ৩টার দিকে সামান্য সময়ের জন্য সূর্যের দেখা মেলে। তবে তা ঘণ্টাখানেক স্থায়ী হয়। অল্প সময়ের জন্য হলেও সূর্যের দেখা পাওয়ায় জনমনে মাঝে স্বস্তি ফিরে আসে।
দুপুরের পর সূর্যের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে কয়েক দিনের ঠান্ডা কাবু হয়ে যাওয়া মানুষদের অনেকেই রাস্তায় দাঁড়িয়ে সূর্যের আলো পোহাতে দেখা যায়। সড়কে বেড়ে যায় মানুষের চলাচল।
শহরের গণেশতলা এলাকার বাসিন্দা রাবেয়া খাতুন বলেন, ‘সূর্য ওঠায় ভালো লাগছে। কয়েক দিনের ঠান্ডায় একবারে জমে গেছি। একটু ২-৩ দিন রোদ হয়ে আবার শীত পড়ুক তাহলেই হয়। বাসায় অনেক কাপড় জমে গেছে। রোদ না থাকায় পরিষ্কার করতে পারছি না।’
সুইহারী এলাকার বেলাল চৌধুরী বলেন, ‘এবারের ঠান্ডাটা মারাত্মক। গত কয়েক বছরে এত শীত পড়েনি। আমাদের মতন বয়স্ক মানুষের মাংসের হাড়ে পর্যন্ত গিয়ে আঘাত করেছে। আজকে রোদ দেখার সঙ্গে সঙ্গে চেয়ার নিয়ে রোদে বসেছি। সূর্যের আলোটা খুব মিষ্টি লাগছে। যতক্ষণ রোদ থাকে একটু শরীরটা গরম নেই।’
আবহাওয়া কার্যালয়ের তথ্য মতে, বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ নটস্।
দিনাজপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, গত কয়েক দিন থেকেই দিনাজপুরসহ রংপুর বিভাগে বৃষ্টির পূর্বাভাস ছিল কিন্তু হঠাৎ করেই মেঘ দক্ষিণ–পূর্ব দিকে সরে যাওয়ায় এদিকে বৃষ্টিপাত হয়নি। ৮ থেকে ৯ দিন পর সূর্যের দেখা মিলল।
তিনি আরও বলেন, রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, টানা শৈত্যপ্রবাহ আর ঠান্ডায় বেড়ে গেছে শীতজনিত রোগীর সংখ্যা। গত ২ মাসে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে সহস্রাধিক রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া গত ২ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় আড়াই হাজার রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। তবে এখন পর্যন্ত শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
জেলা সিভিল সার্জন ডা. এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, উত্তরাঞ্চলে বরাবরই শীত বেশি পড়ে। গত কয়েক বছরের তুলনায় এবার শীতের প্রকোপ অনেক বেশি। চলতি মৌসুমে একটানা কয়েক দিন সূর্যের দেখা না পাওয়ায় ভোগান্তি অনেক বেড়েছে।
তিনি আরও বলেন, সাবধানতা অবলম্বনের কোনো বিকল্প নেই। বিশেষ করে বয়স্ক ও শিশুদের দিকে বেশি নজর দিতে হবে। গরম খাবার ও গরম পানি খেতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
শৈত্যপ্রবাহ, টানা কয়েক দিন কুয়াশা ও মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাস ছিল হতে পারে বৃষ্টি। তবে না হলেও দুপুরের পর অবশেষে তীব্র ঠান্ডার মধ্যে সামান্য উষ্ণতার পরশ পেল দিনাজপুরবাসী। আজ বুধবার দুপুরের পর বেলা ৩টার দিকে সামান্য সময়ের জন্য সূর্যের দেখা মেলে। তবে তা ঘণ্টাখানেক স্থায়ী হয়। অল্প সময়ের জন্য হলেও সূর্যের দেখা পাওয়ায় জনমনে মাঝে স্বস্তি ফিরে আসে।
দুপুরের পর সূর্যের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে কয়েক দিনের ঠান্ডা কাবু হয়ে যাওয়া মানুষদের অনেকেই রাস্তায় দাঁড়িয়ে সূর্যের আলো পোহাতে দেখা যায়। সড়কে বেড়ে যায় মানুষের চলাচল।
শহরের গণেশতলা এলাকার বাসিন্দা রাবেয়া খাতুন বলেন, ‘সূর্য ওঠায় ভালো লাগছে। কয়েক দিনের ঠান্ডায় একবারে জমে গেছি। একটু ২-৩ দিন রোদ হয়ে আবার শীত পড়ুক তাহলেই হয়। বাসায় অনেক কাপড় জমে গেছে। রোদ না থাকায় পরিষ্কার করতে পারছি না।’
সুইহারী এলাকার বেলাল চৌধুরী বলেন, ‘এবারের ঠান্ডাটা মারাত্মক। গত কয়েক বছরে এত শীত পড়েনি। আমাদের মতন বয়স্ক মানুষের মাংসের হাড়ে পর্যন্ত গিয়ে আঘাত করেছে। আজকে রোদ দেখার সঙ্গে সঙ্গে চেয়ার নিয়ে রোদে বসেছি। সূর্যের আলোটা খুব মিষ্টি লাগছে। যতক্ষণ রোদ থাকে একটু শরীরটা গরম নেই।’
আবহাওয়া কার্যালয়ের তথ্য মতে, বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ নটস্।
দিনাজপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, গত কয়েক দিন থেকেই দিনাজপুরসহ রংপুর বিভাগে বৃষ্টির পূর্বাভাস ছিল কিন্তু হঠাৎ করেই মেঘ দক্ষিণ–পূর্ব দিকে সরে যাওয়ায় এদিকে বৃষ্টিপাত হয়নি। ৮ থেকে ৯ দিন পর সূর্যের দেখা মিলল।
তিনি আরও বলেন, রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, টানা শৈত্যপ্রবাহ আর ঠান্ডায় বেড়ে গেছে শীতজনিত রোগীর সংখ্যা। গত ২ মাসে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে সহস্রাধিক রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া গত ২ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় আড়াই হাজার রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। তবে এখন পর্যন্ত শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
জেলা সিভিল সার্জন ডা. এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, উত্তরাঞ্চলে বরাবরই শীত বেশি পড়ে। গত কয়েক বছরের তুলনায় এবার শীতের প্রকোপ অনেক বেশি। চলতি মৌসুমে একটানা কয়েক দিন সূর্যের দেখা না পাওয়ায় ভোগান্তি অনেক বেড়েছে।
তিনি আরও বলেন, সাবধানতা অবলম্বনের কোনো বিকল্প নেই। বিশেষ করে বয়স্ক ও শিশুদের দিকে বেশি নজর দিতে হবে। গরম খাবার ও গরম পানি খেতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কেশবপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুর ১২টায় তাঁদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়। তাঁদের জয়পুরহাট থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
১ মিনিট আগেদেশে প্রথমবারের মতো শুরু হওয়া যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের অনলাইন প্রশ্নব্যাংক কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
১১ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভুকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী পৌরসভার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হাটহাজারী থানায় হত্যাসহ দুটি মামলা রয়েছে।
১২ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তুলাতলি-২ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ সংঘর্ষ ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের মাথা, বুকসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের...
২৯ মিনিট আগে