Ajker Patrika

দিনাজপুরে এসএসসি পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার চালু রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে এসএসসি পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার চালু রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে সরকারি নির্দেশনা অমান্য করে এসএসসি পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার চালু রাখার দায়ে এক কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় পাইয়োনিয়ার কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এ সাজা দেওয়া হয়। আদালত পরিচালনা করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) রমিজ আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ‘সরকারের নির্দেশনা উপেক্ষা করে কোচিং চালু রেখেছিলেন পাইয়োনিয়ার কোচিং সেন্টার ম্যানেজার মোকাররম হোসেন (৩২)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এ সময় কোচিং সেন্টারে দুই শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল বলে জানা গেছে।’

তাৎক্ষণিকভাবে পাইয়োনিয়ার কোচিং সেন্টার ম্যানেজার মোকাররম হোসেন জমা রশিদ মূলে ৫০ হাজার টাকা এবং চলমান এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার প্রতিশ্রুতি দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দিনাজপুর কোতোয়ালি থানার একদল পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত