Ajker Patrika

কবি রাধাপদ রায়ের ওপর হামলা: মূল অভিযুক্ত রফিকুলের বড় ভাই কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি
কবি রাধাপদ রায়ের ওপর হামলা: মূল অভিযুক্ত রফিকুলের বড় ভাই কারাগারে

কুড়িগ্রামের নাগেশ্বরীর বাসিন্দা চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় আরেক অভিযুক্ত কদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (নাগেশ্বরী আমলি আদালত) আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন কদুর। আদালতের বিচারক আয়েশা সিদ্দিকা আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

জিআরও সাজ্জাদ জানান, রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় কদুর রহমান এজাহারভুক্ত দুই নম্বর আসামি। আজ তিনি আদালতে আত্মসমর্পণ করে তাঁর আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে কোর্ট ওয়ারেন্টের মাধ্যমে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

গত ৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের ডুবুরির ব্রিজের কাছে কবির ওপর হামলা করেন ওই গ্রামের দিনমজুর রফিকুল ইসলাম। পূর্ব শত্রুতার জেরে হওয়া ওই হামলায় পিঠে ও ঘাড়ে আঘাত পেয়ে ওই দিনই নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন রাধাপদ। 

পরে কবির ছেলে যুগল রায় বাদী হয়ে অভিযুক্ত রফিকুল ও তাঁর বড় ভাই কদুর রহমানকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেন। পরে গত ৪ অক্টোবর মূল অভিযুক্ত রফিকুল ইসলাম জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ওই দিনই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, রফিকুল কবি রাধাপদকে ধাক্কা দিলে উভয়ের ধস্তাধস্তিতে রাস্তার পাশে থাকা শামুকের স্তূপে পড়ে আঘাত পান কবি। সেসময় সেখানে স্থানীয় কয়েক যুবক উপস্থিত ছিলেন। তবে সেখানে রফিকুলের বড় ভাই কদুর রহমান উপস্থিত ছিলেন না। 

কদুরের আইনজীবী লাল মিয়া লিটু বলেন, ‘আমরা জামিন চেয়ে আবেদন করেছি। রাষ্ট্রপক্ষ মামলাকে চাঞ্চল্যকর দাবি করে বিরোধিতা করেছে। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত