Ajker Patrika

ঘোষণা দিলেও পুলিশি বাধায় গায়েবানা জানাজা পড়তে পারেনি জামায়াত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঘোষণা দিলেও পুলিশি বাধায় গায়েবানা জানাজা পড়তে পারেনি জামায়াত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে পুলিশের বাধার মুখে গায়েবানা জানাজা পড়া সম্ভব হয়নি।

জানা গেছে, দলটির পক্ষ থেকে উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ ঈদগাহ মাঠে সাঈদীর গায়েবানা জানাজা আদায়ের ঘোষণা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকের বিভিন্ন আইডি থেকে জামায়াতের নেতা-কর্মীরা এ বিষয়ে প্রচার চালায়। আজ বুধবার সকাল ৮টায় জানাজা হওয়ার কথা ছিল। 

বিষয়টি জানতে পেরে গতকাল মঙ্গলবার রাত থেকে কালমেঘ ঈদগাহ মাঠের দখল নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে নিরাপত্তা জোরদার করা হয় কালমেঘ ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায়।

আজ বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কালমেঘ ঈদগাহ মাঠের অবস্থান নিয়েছেন বালিয়াডাঙ্গী থানা-পুলিশের সদস্যরা। দুওসুও ইউনিয়ন পরিষদের গ্রাম-পুলিশের সদস্যরাও সেখানে আছেন। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাঠে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জামায়াতের কারও বক্তব্য পাওয়া না গেলেও জানা গেছে, গায়েবানা জানাজা পড়তে দলের অনেক নেতা-কর্মী কালমেঘ ঈদগাহ মাঠে আসেন। কিন্তু সেখানে পুলিশের উপস্থিতি দেখে তাঁরা ফিরে যান।

এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম আজকের পত্রিকাকে বলেন, ‘গায়েবানা জানাজার জন্য প্রশাসন থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। তা ছাড়া ঈদগাহ মাঠে নেতা-কর্মীরা জমায়েত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই আমরা রাত থেকে সতর্ক অবস্থানে রয়েছি। তবে দুপুর ১২টা পর্যন্ত কেউ মাঠে আসেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত