Ajker Patrika

পরীক্ষাকক্ষে মোবাইল নিয়ে আসায় শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ২৮
পরীক্ষাকক্ষে মোবাইল নিয়ে আসায় শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষাকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় এক পরিদর্শককে (শিক্ষক) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নাগেশ্বরী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষাকক্ষে স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করায় এক শিক্ষককে চলমান পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফোনটি জব্দ করা হয়েছে। ফোনে পরীক্ষাসংক্রান্ত কোনো তথ্য রয়েছে কি না তা যাচাই করা হবে। আপত্তিকর কিছু পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওই পরীক্ষাকেন্দ্রের সচিব মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করায় কেন্দ্রের ৭ নম্বর কক্ষের পরিদর্শকের দায়িত্বে থাকা আব্দুস সাফি নামে এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর ফোনে পরীক্ষাসংক্রান্ত আপত্তিকর কোনো কিছু পাওয়া যায়নি। ফোনটি জব্দ করা হয়েছে।

ফোন নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ না করার নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষাকক্ষে ফোন নিয়ে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু ওই শিক্ষকের সন্তান অসুস্থ থাকায় তিনি মানসিক দুশ্চিন্তা থেকে ভুলে ফোন পকেটে নিয়ে কক্ষে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছেন। পরে তাঁকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ৭০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে বলে কেন্দ্র সূত্রে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত