কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষাকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় এক পরিদর্শককে (শিক্ষক) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নাগেশ্বরী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষাকক্ষে স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করায় এক শিক্ষককে চলমান পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফোনটি জব্দ করা হয়েছে। ফোনে পরীক্ষাসংক্রান্ত কোনো তথ্য রয়েছে কি না তা যাচাই করা হবে। আপত্তিকর কিছু পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওই পরীক্ষাকেন্দ্রের সচিব মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করায় কেন্দ্রের ৭ নম্বর কক্ষের পরিদর্শকের দায়িত্বে থাকা আব্দুস সাফি নামে এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর ফোনে পরীক্ষাসংক্রান্ত আপত্তিকর কোনো কিছু পাওয়া যায়নি। ফোনটি জব্দ করা হয়েছে।
ফোন নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ না করার নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষাকক্ষে ফোন নিয়ে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু ওই শিক্ষকের সন্তান অসুস্থ থাকায় তিনি মানসিক দুশ্চিন্তা থেকে ভুলে ফোন পকেটে নিয়ে কক্ষে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছেন। পরে তাঁকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ৭০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে বলে কেন্দ্র সূত্রে জানা গেছে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষাকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় এক পরিদর্শককে (শিক্ষক) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নাগেশ্বরী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষাকক্ষে স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করায় এক শিক্ষককে চলমান পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফোনটি জব্দ করা হয়েছে। ফোনে পরীক্ষাসংক্রান্ত কোনো তথ্য রয়েছে কি না তা যাচাই করা হবে। আপত্তিকর কিছু পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওই পরীক্ষাকেন্দ্রের সচিব মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করায় কেন্দ্রের ৭ নম্বর কক্ষের পরিদর্শকের দায়িত্বে থাকা আব্দুস সাফি নামে এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর ফোনে পরীক্ষাসংক্রান্ত আপত্তিকর কোনো কিছু পাওয়া যায়নি। ফোনটি জব্দ করা হয়েছে।
ফোন নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ না করার নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষাকক্ষে ফোন নিয়ে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু ওই শিক্ষকের সন্তান অসুস্থ থাকায় তিনি মানসিক দুশ্চিন্তা থেকে ভুলে ফোন পকেটে নিয়ে কক্ষে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছেন। পরে তাঁকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ৭০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে বলে কেন্দ্র সূত্রে জানা গেছে।
লোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
৫ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
৫ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে