Ajker Patrika

ফেনসিডিলসহ ভিডিও ভাইরাল, শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ২০: ০০
ফেনসিডিলসহ ভিডিও ভাইরাল, শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশের হাতে অবশেষে ধরা পড়ল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেনসিডিলসহ জনতার হাতে আটক হয়ে পালিয়ে যাওয়া সহকারী শিক্ষক আহসান আলমগীর আপেল (৪২)। গতকাল শুক্রবার রাতে নীলফামারীর ডোমার উপজেলার সোনরায় বাজার এলাকার বাড়ি থেকে তাঁকে আটক করে নীলফামারী সদর থানা-পুলিশ। 

গত বৃহস্পতিবার রাতে পলাশবাড়ী এলাকায় ফেনসিডিলসহ জনতার হাতে আপেলের আটক হওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

আপেল সোনারায় এলাকার খোড়শেদ আলমের ছেলে ও উপজেলার একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ জানায়, ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর আপেলকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গতকাল রাতে আপেল তাঁর বাড়িতে আসলে, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়ি থেকে নীলফামারী সদর সার্কেলে পুলিশ কর্মকর্তা মোস্তফা মঞ্জুরের নেতৃত্বে তাঁকে আটক করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারভিরুল ইসলাম বলেন, ‘বিভিন্ন স্থানে অভিযানের পর আপেলকে আটক করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত