Ajker Patrika

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে একজনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে একজনের মৃত্যু

দিনাজপুর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে চাকায় কাটা পড়ে মাজেদুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মৃত মাজেদুল ইসলাম (৫০) বিরল উপজেলার দোগাছি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। 

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১১টায় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের জন্য দিনাজপুর স্টেশনে বিরতি দেয়। এ সময় মেয়ের জামাইকে ট্রেনে তুলে দিয়ে বগির ভেতরে কথা বলছিলেন মাজেদুল। এরই মধ্যে ট্রেন ছেড়ে দেয়। এ সময় চলন্ত ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে মাজেদুল ইসলাম পা ফসকে দুই পা চাকার ভেতরে ঢুকে যায়। এতে তাঁর শরীর থেকে পা দুটো বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যাওয়ার পর মাজেদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর ৬টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা মাজেদুলের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত