Ajker Patrika

গাইবান্ধায় লিখন হত্যার বিচার ও হত্যাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন 

প্রতিনিধি, গাইবান্ধা 
গাইবান্ধায় লিখন হত্যার বিচার ও হত্যাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন 

গাইবান্ধা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হাসান লিখন হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ সোমবার শহরের ডিবি রোডে এই মানববন্ধনের কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ ছাড়া মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, রিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক প্রমুখ। 
 
মানববন্ধনে বক্তারা বলেন, লিখনসহ গত চার মাসে গাইবান্ধা সদরেই ৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যা রীতিমতো উদ্বেগজনক। সেই সঙ্গে এই সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুরুতেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা গেলে এতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হতো না। এসব ঘটনার মধ্য দিয়ে আইন-শৃঙ্খলার চরম অবনতির বিষয়টি ফুটে উঠেছে। এ পরিস্থিতিতে তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করে অনতিবিলম্বে এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত