বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১২টি মন্দিরের প্রতিটিতে ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি মন্দিরে আওয়ামী লীগের আয়োজিত জরুরি আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশী ১২ লাখ টাকা এবং স্থানীয় সংসদ সদস্যের জ্যেষ্ঠ ছেলে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
এর আগে বিকেল সাড়ে ৪টায় ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।
সভায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়ের সমালোচনা করে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাদেক কুরাইশী বলেন, ‘হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে তিনি (গয়েশ্বর চন্দ্র) বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হয়ে কাজ করছেন। হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বলছি এই ফাঁদে পা না দিয়ে সতর্ক থাকবেন।’
সাদেক কুরাইশী আরও বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি দেশকে আন্তর্জাতিক মহলে ছোট এবং দেশে হিন্দু-মুসলমানদের মধ্যে যে সৌহার্দ্য-সম্প্রীতি তৈরি হয়েছে, তা নষ্টের জন্য এ ঘটনা ঘটিয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে। আপনারা একত্রিত থাকলে কোনো দিন তাদের এ স্বপ্ন বাস্তবায়ন হবে না।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীর কুমার রায়, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল প্রমুখ।
গত রোববার ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া, চাড়োল ও ধনতলা ইউনিয়নের ১২টি মন্দিরে ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনায় ওই দিন বিকেলে সিন্দুরপিন্ডি হরিবাসর পরিচালনা কমিটির সভাপতি যতীন্দ্র নাথ সিংহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১২টি মন্দিরের প্রতিটিতে ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি মন্দিরে আওয়ামী লীগের আয়োজিত জরুরি আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশী ১২ লাখ টাকা এবং স্থানীয় সংসদ সদস্যের জ্যেষ্ঠ ছেলে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
এর আগে বিকেল সাড়ে ৪টায় ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।
সভায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়ের সমালোচনা করে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাদেক কুরাইশী বলেন, ‘হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে তিনি (গয়েশ্বর চন্দ্র) বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হয়ে কাজ করছেন। হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বলছি এই ফাঁদে পা না দিয়ে সতর্ক থাকবেন।’
সাদেক কুরাইশী আরও বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি দেশকে আন্তর্জাতিক মহলে ছোট এবং দেশে হিন্দু-মুসলমানদের মধ্যে যে সৌহার্দ্য-সম্প্রীতি তৈরি হয়েছে, তা নষ্টের জন্য এ ঘটনা ঘটিয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে। আপনারা একত্রিত থাকলে কোনো দিন তাদের এ স্বপ্ন বাস্তবায়ন হবে না।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীর কুমার রায়, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল প্রমুখ।
গত রোববার ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া, চাড়োল ও ধনতলা ইউনিয়নের ১২টি মন্দিরে ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনায় ওই দিন বিকেলে সিন্দুরপিন্ডি হরিবাসর পরিচালনা কমিটির সভাপতি যতীন্দ্র নাথ সিংহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৩ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৮ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
১ ঘণ্টা আগে