Ajker Patrika

গঙ্গাচড়ায় গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
গঙ্গাচড়ায় গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শুকতারা বেগমের (৩৫) গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে স্বামী রাহাতকে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

এর আগে মঙ্গলবার আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মোত্তর ল্যাংড়ার বাজার এলাকার এক বাড়ি থেকে শুকতারা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন স্বামী মাহবুব হাসান সরকার রাহাত। 

নিহত শুকতারা দিনাজপুরে পার্বতীপুর উপজেলা শহরের মৃত নাজিমুদ্দিনের মেয়ে। গ্রেপ্তার রাহাত গঙ্গাচড়া উপজেলার মৃত মোখলেছার রহমানের ছেলে। 

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার তাঁকে বড়বিল ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রী শুকতারাকে হত্যার কথা আমাদের কাছে স্বীকার করেছেন। এ বিষয় নিহত শুকতারার ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত