Ajker Patrika

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের পর ‍শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের পর ‍শিশুর মৃত্যু

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেল দেড় বছর বয়সী শিশু হেদায়েতউল্লাহ। একে একে পরিবারের চার সদস্যের মধ্যে তিনজন চলে গেলেন না ফেরার দেশে। এ সড়ক দুর্ঘটনায় তাদের ঈদ যাত্রা পরিণত হলো শবযাত্রায়।

আজ বুধবার বেলা ১২টার দিকে শিশুটি মারা যায় বলে নিশ্চিত করেছেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম। এরপর দুপুরে হাসপাতালের মর্গ থেকে লাশবাহী গাড়িতে করে মা, মেয়ে ও ছেলের মরদেহ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ গ্রামের বাড়িতে রওনা হয়েছেন নিহতদের স্বজনেরা। 

এর আগে ভোর পৌনে ৫টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মহাসড়কে তেলবাহী ট্যাংক লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা বিউটি আক্তার (৩০) ও মেয়ে ফাহিমা আক্তার (১২) নিহত হয়। দেড় বছর বয়সী শিশুপুত্র হেদায়েতউল্লাহ এ সময় গুরুতর আহত হয়ে ওই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকার পর বেলা ১২টার দিকে শিশুটি যায়। 

তবে এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক ও শিশুটির বাবা মোহাম্মদ হোসেন আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

উল্লেখ্য, বুধবার ভোরে বিরল উপজেলার তেঘরা এলাকা হতে মোটরসাইকেলযোগে মোহাম্মদ হোসেন (৪০) তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ বের হন। নিজে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার নামো পাঁচটিকরি গ্রামের বাড়িতে ঈদ করার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তিনি হাউজিং মোড় পেরিয়ে শিফা ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে একটি তেলের ট্যাংক লরি পেছন থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এতে তাঁর স্ত্রী মোছা. বিউটি (৩০) ও মেয়ে মোছা. ফাহিমা (১২) ঘটনাস্থলেই মারা যায়। এতে গুরুতর আহত হয় তার শিশুপুত্র হেদায়েতউল্লাহ। মোহাম্মদ হোসেন বিরলে তেঘরা দারুল হাদীস সালাফিয়্যাহ মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত