সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও
‘আমি সাহায্যের জন্য চিৎকার করতে চেয়েছি, কিন্তু পারিনি। মুখের ভেতর গলগল করে ঢুকে পড়ছে নদীর ঘোলা জল। আমার সর্বোচ্চ দিয়ে নদীর ঘাটে আসার চেষ্টা করছি এগিয়ে যেতে, কিন্তু পারছি না। শাড়ি আরও জড়িয়ে যাচ্ছে। অসাড় করে দিচ্ছে আমার পা। মা আমাকে টেনে নদীর কূলে আনার চেষ্টা করে। কিন্তু তীব্র স্রোতে কুলিয়ে উঠতে না পেরে আমার হাত ছেড়ে দেন তিনি। আমাকে বাঁচাতে গিয়ে নিজেই তলিয়ে যায় অতলান্ত জলের গভীরে। আমি আর ভেসে থাকতে পারিনি। তবুও প্রাণপণ সাঁতরানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। তারপর আর কিছু মনে থাকে না। এরপর চোখ মেলে তাকিয়ে দেখি আমি নদীর ঘাটে। এরপর কয়েকজন নারী আমার পেটে চাপ দিয়ে মুখ দিয়ে পানি বের করছে।’
মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার লোমহর্ষক এমন বর্ণনা দিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের পাঞ্জিয়াপাড়া গ্রামের স্কুলশিক্ষক শক্তি পদ রায়ের মেয়ে তনুশ্রী রায়।
গত ২৫ সেপ্টেম্বর (রোববার) অনার্স প্রথম বর্ষে পড়ুয়া এই শিক্ষার্থী পঞ্চগড়ের বোদা উপজেলার বদ্বেশরী মন্দিরে মহালয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মা ও স্বজনসহ একই পরিবারের ১১ জন। তনুশ্রীসহ ছয়জন প্রাণে বেঁচে ফিরলেও তাঁর মা ও পরিবারের অন্যরা করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকা ডুবিতে মারা যান। তনুশ্রীর মা ঝরণা রাণী বালাসহ পরিবারের পাঁচজনের মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।
মৃত্যুর মুখ থেকে ফেরার সেই স্মৃতি ভুলতে পারছেন না তনুশ্রী। সেদিনের ভয়াল দৃশ্য বারবার তার চোখে ভেসে উঠছে। মা ও স্বজন হারানোর বেদনায় মূর্ছা যাচ্ছেন তিনি। আজ রোববার নৌকাডুবিতে নিহত তনুর মা ও তাঁর স্বজনদের শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে কথা হয় তাঁর সঙ্গে।
এ সময় তনু বলেন, ‘আমার মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছিল। মা বলতেন, তুমি ভালো মানুষ হয়ে, বটগাছের মতো মানুষকে ছায়া দেবে, মমতা দেবে। অসহায় মানুষের সেবায় আত্ম উৎসর্গ করারও পরামর্শ দিতেন আমাকে। মায়ের সেই স্বপ্ন পূরণে হয়তো আমি বেঁচে গেছি।’ এই বলে কেঁদে ফেলেন তনু। তার কান্নায় আশপাশের প্রতিবেশীরাও কেঁদে ওঠেন।
তনুর বড়বোন তুষ্টি রংপুর কারমাইকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী। বাবা ও তাঁর বড় বোন পুণ্যতীর্থ যাত্রা অনুষ্ঠানে যোগ দেননি। মা ও তাঁর নানির বাড়ির ৯ জন মিলে মহালয় অনুষ্ঠানে গিয়েছিলেন।
‘চোখের সামনে মায়ের মৃত্যু দেখলাম। আর কেউ যেন এমন ঘটনা শিকার না হয়।’ এই বলে আবারও কান্নায় ভেঙে পড়েন তনু। এ সময় তিনি বলে ওঠেন, ‘সবার মা রইল, শুধু আমার মা আকাশের তারা হয়ে রইল।’ এই দুর্ঘটনার জন্য পূজা আয়োজক, প্রশাসনসহ সংশ্লিষ্টদের উদাসীনতা ও দায়িত্ব অবহেলাকে দায়ী করেন এই শিক্ষার্থী।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর (রোববার) বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদেশ্বরী মন্দিরে যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় মোট ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে নারী ৩০ জন, পুরুষ ১৮ জন এবং শিশু ২১ জন।
‘আমি সাহায্যের জন্য চিৎকার করতে চেয়েছি, কিন্তু পারিনি। মুখের ভেতর গলগল করে ঢুকে পড়ছে নদীর ঘোলা জল। আমার সর্বোচ্চ দিয়ে নদীর ঘাটে আসার চেষ্টা করছি এগিয়ে যেতে, কিন্তু পারছি না। শাড়ি আরও জড়িয়ে যাচ্ছে। অসাড় করে দিচ্ছে আমার পা। মা আমাকে টেনে নদীর কূলে আনার চেষ্টা করে। কিন্তু তীব্র স্রোতে কুলিয়ে উঠতে না পেরে আমার হাত ছেড়ে দেন তিনি। আমাকে বাঁচাতে গিয়ে নিজেই তলিয়ে যায় অতলান্ত জলের গভীরে। আমি আর ভেসে থাকতে পারিনি। তবুও প্রাণপণ সাঁতরানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। তারপর আর কিছু মনে থাকে না। এরপর চোখ মেলে তাকিয়ে দেখি আমি নদীর ঘাটে। এরপর কয়েকজন নারী আমার পেটে চাপ দিয়ে মুখ দিয়ে পানি বের করছে।’
মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার লোমহর্ষক এমন বর্ণনা দিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের পাঞ্জিয়াপাড়া গ্রামের স্কুলশিক্ষক শক্তি পদ রায়ের মেয়ে তনুশ্রী রায়।
গত ২৫ সেপ্টেম্বর (রোববার) অনার্স প্রথম বর্ষে পড়ুয়া এই শিক্ষার্থী পঞ্চগড়ের বোদা উপজেলার বদ্বেশরী মন্দিরে মহালয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মা ও স্বজনসহ একই পরিবারের ১১ জন। তনুশ্রীসহ ছয়জন প্রাণে বেঁচে ফিরলেও তাঁর মা ও পরিবারের অন্যরা করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকা ডুবিতে মারা যান। তনুশ্রীর মা ঝরণা রাণী বালাসহ পরিবারের পাঁচজনের মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।
মৃত্যুর মুখ থেকে ফেরার সেই স্মৃতি ভুলতে পারছেন না তনুশ্রী। সেদিনের ভয়াল দৃশ্য বারবার তার চোখে ভেসে উঠছে। মা ও স্বজন হারানোর বেদনায় মূর্ছা যাচ্ছেন তিনি। আজ রোববার নৌকাডুবিতে নিহত তনুর মা ও তাঁর স্বজনদের শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে কথা হয় তাঁর সঙ্গে।
এ সময় তনু বলেন, ‘আমার মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছিল। মা বলতেন, তুমি ভালো মানুষ হয়ে, বটগাছের মতো মানুষকে ছায়া দেবে, মমতা দেবে। অসহায় মানুষের সেবায় আত্ম উৎসর্গ করারও পরামর্শ দিতেন আমাকে। মায়ের সেই স্বপ্ন পূরণে হয়তো আমি বেঁচে গেছি।’ এই বলে কেঁদে ফেলেন তনু। তার কান্নায় আশপাশের প্রতিবেশীরাও কেঁদে ওঠেন।
তনুর বড়বোন তুষ্টি রংপুর কারমাইকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী। বাবা ও তাঁর বড় বোন পুণ্যতীর্থ যাত্রা অনুষ্ঠানে যোগ দেননি। মা ও তাঁর নানির বাড়ির ৯ জন মিলে মহালয় অনুষ্ঠানে গিয়েছিলেন।
‘চোখের সামনে মায়ের মৃত্যু দেখলাম। আর কেউ যেন এমন ঘটনা শিকার না হয়।’ এই বলে আবারও কান্নায় ভেঙে পড়েন তনু। এ সময় তিনি বলে ওঠেন, ‘সবার মা রইল, শুধু আমার মা আকাশের তারা হয়ে রইল।’ এই দুর্ঘটনার জন্য পূজা আয়োজক, প্রশাসনসহ সংশ্লিষ্টদের উদাসীনতা ও দায়িত্ব অবহেলাকে দায়ী করেন এই শিক্ষার্থী।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর (রোববার) বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদেশ্বরী মন্দিরে যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় মোট ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে নারী ৩০ জন, পুরুষ ১৮ জন এবং শিশু ২১ জন।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে