পঞ্চগড় প্রতিনিধি
চলছে শ্রাবণ মাস। বর্ষা মৌসুম। এই সময়ে টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে মাঠঘাট আর আকাশে মেঘের ঘনঘটা—এমন চিত্রই আমাদের কাছে চিরচেনা। কিন্তু উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে আজ বুধবার একদমই অন্য রকম সকালের চিত্র দেখা গেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখা গেল—চারদিক কুয়াশায় ঢাকা। ঘাসে ঘাসে শিশির, রাস্তায় ঝাপসা আলো, যেন শীতকাল আগেভাগেই এসে পড়েছে।
এ দিন সকালে জেলা শহর এমনকি গ্রামের রাস্তায়ও হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে যানবাহনকে। কুয়াশা এতটাই ঘন ছিল যে, অনেকে চোখের সামনে এমন দৃশ্য দেখে হতবাক।
পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দীঘি ইউনিয়নের কৃষক মো. শওকত আলী বলেন, ‘এই সময়টা রোপার মৌসুম। অথচ গত কয়েক দিন বৃষ্টিই নেই, তার ওপর আবার কুয়াশা। এমন আবহাওয়া আমাদের চাষাবাদের জন্য ভালো না। প্রকৃতি যেন তালগোল পাকিয়ে ফেলছে।’
একই এলাকার অন্য আরেক জন শিউলি বেগম বলেন, ‘ভোরে ঘুম ভেঙে দেখি, জানালার বাইরে ধোঁয়ার মতো কিছু! মনে হচ্ছিল, শীত পড়ে গেছে। কিন্তু গরমও কমে না, খুব অদ্ভুত একটা অনুভূতি।’
কলেজছাত্র মুরাদ মঞ্জিল বলেন, ‘সকালবেলা হঠাৎ কুয়াশা দেখে বন্ধুদের সঙ্গে ছবি তুলেছি, কিন্তু ভেবেছি—বর্ষাকালে এই দৃশ্য মানে কি কিছু গন্ডগোল হচ্ছে না আবহাওয়ায়?’
চা-দোকানি রুবেল ইসলাম বলেন, ‘এমন কুয়াশা গত ২০-২৫ বছরেও দেখিনি এই সময়। আগে জানতাম শীতে কুয়াশা হয়, এখন বর্ষাতেও শুরু। বুঝি না, আবহাওয়াও যেন পাল্টে গেছে।’
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। রাত ও দিনের তাপমাত্রার ব্যবধান ছিল ৭-৮ ডিগ্রি, আর বাতাসে ছিল প্রচুর জলীয় বাষ্প—এই দুয়ের মিলে ঘন কুয়াশার সৃষ্টি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বাতাসে জলীয় বাষ্প বেড়ে গিয়েছিল। সেখান থেকে ভোরে কুয়াশা তৈরি হয়েছে। এটা একটা অস্বাভাবিক পরিবেশগত পরিবর্তন, যা জলবায়ু পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে। এই সপ্তাহের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলছে শ্রাবণ মাস। বর্ষা মৌসুম। এই সময়ে টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে মাঠঘাট আর আকাশে মেঘের ঘনঘটা—এমন চিত্রই আমাদের কাছে চিরচেনা। কিন্তু উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে আজ বুধবার একদমই অন্য রকম সকালের চিত্র দেখা গেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখা গেল—চারদিক কুয়াশায় ঢাকা। ঘাসে ঘাসে শিশির, রাস্তায় ঝাপসা আলো, যেন শীতকাল আগেভাগেই এসে পড়েছে।
এ দিন সকালে জেলা শহর এমনকি গ্রামের রাস্তায়ও হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে যানবাহনকে। কুয়াশা এতটাই ঘন ছিল যে, অনেকে চোখের সামনে এমন দৃশ্য দেখে হতবাক।
পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দীঘি ইউনিয়নের কৃষক মো. শওকত আলী বলেন, ‘এই সময়টা রোপার মৌসুম। অথচ গত কয়েক দিন বৃষ্টিই নেই, তার ওপর আবার কুয়াশা। এমন আবহাওয়া আমাদের চাষাবাদের জন্য ভালো না। প্রকৃতি যেন তালগোল পাকিয়ে ফেলছে।’
একই এলাকার অন্য আরেক জন শিউলি বেগম বলেন, ‘ভোরে ঘুম ভেঙে দেখি, জানালার বাইরে ধোঁয়ার মতো কিছু! মনে হচ্ছিল, শীত পড়ে গেছে। কিন্তু গরমও কমে না, খুব অদ্ভুত একটা অনুভূতি।’
কলেজছাত্র মুরাদ মঞ্জিল বলেন, ‘সকালবেলা হঠাৎ কুয়াশা দেখে বন্ধুদের সঙ্গে ছবি তুলেছি, কিন্তু ভেবেছি—বর্ষাকালে এই দৃশ্য মানে কি কিছু গন্ডগোল হচ্ছে না আবহাওয়ায়?’
চা-দোকানি রুবেল ইসলাম বলেন, ‘এমন কুয়াশা গত ২০-২৫ বছরেও দেখিনি এই সময়। আগে জানতাম শীতে কুয়াশা হয়, এখন বর্ষাতেও শুরু। বুঝি না, আবহাওয়াও যেন পাল্টে গেছে।’
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। রাত ও দিনের তাপমাত্রার ব্যবধান ছিল ৭-৮ ডিগ্রি, আর বাতাসে ছিল প্রচুর জলীয় বাষ্প—এই দুয়ের মিলে ঘন কুয়াশার সৃষ্টি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বাতাসে জলীয় বাষ্প বেড়ে গিয়েছিল। সেখান থেকে ভোরে কুয়াশা তৈরি হয়েছে। এটা একটা অস্বাভাবিক পরিবেশগত পরিবর্তন, যা জলবায়ু পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে। এই সপ্তাহের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
৩ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৮ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে