কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলায় ঘন কুয়াশায় কারণে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুরাগ মিয়া (১৬) নামে এক কিশোর অটোচালকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন সদ্য এইচএসসি পরীক্ষার্থীসহ দুজন।
আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার সারাই ইউনিয়নের সারংগপুর গ্রাম এলাকায় হারাগাছ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালক তুরাগ মিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার কলেজমাঠ বানুপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, হারাগাছ পৌর এলাকার দালালহাট নতুন বাজার এলাকার শিপন মিয়ার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার (১৬) ও একই পৌরসভার দালালহাট স্কুলপাড়া মহল্লার মৃত মজিবুর রহমানের ছেলে রিজু মিয়া (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) সালাম মিয়া।
এসআই বলেন, সকালে ঘন কুয়াশার কারণে হারাগাছ-রংপুর সড়কের বাঁকের এ প্রান্ত থেকে অপর প্রান্ত কিছু দেখা যায় না। আর এ কারণে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অটোচালক মারা যায় এবং আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত তুরাগ সোমবার সকালে দুজন যাত্রী নিয়ে অটোরিকশায় রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি উল্লেখিত এলাকার সড়কের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ তিনজন আহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে অটোচালক তুরাগ মারা যান।
নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, তুরাগ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। সে অটোরিকশাটি চালিয়ে পরিবারের বাবা মা ও ভাইবোনদের খাবার জোগান দিত। সকালে তুরাগ অটোরিকশাটি নিয়ে যাত্রী নিয়ে রংপুর যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আহত হয়। পরে দুপুরে মেডিকেলে সে মারা যায়। সড়ক দুর্ঘটনায় পরিবারটি তার একমাত্র উপার্জনক্ষম ছেলে ছেলেকে হারিয়ে ফেলল।
রংপুরের কাউনিয়া উপজেলায় ঘন কুয়াশায় কারণে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুরাগ মিয়া (১৬) নামে এক কিশোর অটোচালকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন সদ্য এইচএসসি পরীক্ষার্থীসহ দুজন।
আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার সারাই ইউনিয়নের সারংগপুর গ্রাম এলাকায় হারাগাছ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালক তুরাগ মিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার কলেজমাঠ বানুপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, হারাগাছ পৌর এলাকার দালালহাট নতুন বাজার এলাকার শিপন মিয়ার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার (১৬) ও একই পৌরসভার দালালহাট স্কুলপাড়া মহল্লার মৃত মজিবুর রহমানের ছেলে রিজু মিয়া (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) সালাম মিয়া।
এসআই বলেন, সকালে ঘন কুয়াশার কারণে হারাগাছ-রংপুর সড়কের বাঁকের এ প্রান্ত থেকে অপর প্রান্ত কিছু দেখা যায় না। আর এ কারণে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অটোচালক মারা যায় এবং আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত তুরাগ সোমবার সকালে দুজন যাত্রী নিয়ে অটোরিকশায় রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি উল্লেখিত এলাকার সড়কের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ তিনজন আহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে অটোচালক তুরাগ মারা যান।
নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, তুরাগ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। সে অটোরিকশাটি চালিয়ে পরিবারের বাবা মা ও ভাইবোনদের খাবার জোগান দিত। সকালে তুরাগ অটোরিকশাটি নিয়ে যাত্রী নিয়ে রংপুর যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আহত হয়। পরে দুপুরে মেডিকেলে সে মারা যায়। সড়ক দুর্ঘটনায় পরিবারটি তার একমাত্র উপার্জনক্ষম ছেলে ছেলেকে হারিয়ে ফেলল।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
৩২ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
১ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে