লালমনিরহাট প্রতিনিধি
‘বাহে এবার জারোত (ঠান্ডা) থাকি মুই বাঁচিম বাবা। যাক মোক এবার কম্বল খান দিছেন, আল্লাহ তাক ম্যালা দিন বাঁচি থুইবে।’ এভাবেই কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন মহিষখোচা ইউনিয়নের সলেডি স্পার-২-এর বাসিন্দা ছালেহা বেওয়া (৭৫)।
ছালেহা বলেন, ‘বাবা হ্যামারগুলার এক সময় সউক ছিল, কিন্তু মড়ার তিস্তা নদীর কবলে তেরোবার ভাঙ্গনে বসতভিটা হারিয়ে জায়গা হয়েছে স্পার এলাকায়। কোনও দিন একখান কম্বল মোর কপালে জোটেনি। এইবার ক্যানবা একখান কম্বল মোক পুলিশ বেটারা দিছে। আল্লাহ ওমাক ভালো করুক।’
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ফাজিল মাদরাসা মাঠে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি ঢাকার আয়োজনে ও জেলা পুলিশের সহযোগিতায় ছয় শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সকাল থেকে কনকনে শীত আর হিমেল হাওয়া উপেক্ষা করে তিস্তার চরাঞ্চল থেকে কম্বল নিতে এসে শীতার্ত মানুষজন হাজির হন মাদরাসা মাঠে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রবিউল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামাল, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও আজীবন সদস্য (বিআরপিওডব্লিউএ) নুর ইসলাম, আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদের, ইউপি সদস্য আব্দুল মজিদ, ইউপি সদস্য মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদিতমারী থানার এসআই সুরুজ্জামান।
‘বাহে এবার জারোত (ঠান্ডা) থাকি মুই বাঁচিম বাবা। যাক মোক এবার কম্বল খান দিছেন, আল্লাহ তাক ম্যালা দিন বাঁচি থুইবে।’ এভাবেই কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন মহিষখোচা ইউনিয়নের সলেডি স্পার-২-এর বাসিন্দা ছালেহা বেওয়া (৭৫)।
ছালেহা বলেন, ‘বাবা হ্যামারগুলার এক সময় সউক ছিল, কিন্তু মড়ার তিস্তা নদীর কবলে তেরোবার ভাঙ্গনে বসতভিটা হারিয়ে জায়গা হয়েছে স্পার এলাকায়। কোনও দিন একখান কম্বল মোর কপালে জোটেনি। এইবার ক্যানবা একখান কম্বল মোক পুলিশ বেটারা দিছে। আল্লাহ ওমাক ভালো করুক।’
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ফাজিল মাদরাসা মাঠে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি ঢাকার আয়োজনে ও জেলা পুলিশের সহযোগিতায় ছয় শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সকাল থেকে কনকনে শীত আর হিমেল হাওয়া উপেক্ষা করে তিস্তার চরাঞ্চল থেকে কম্বল নিতে এসে শীতার্ত মানুষজন হাজির হন মাদরাসা মাঠে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রবিউল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামাল, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও আজীবন সদস্য (বিআরপিওডব্লিউএ) নুর ইসলাম, আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদের, ইউপি সদস্য আব্দুল মজিদ, ইউপি সদস্য মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদিতমারী থানার এসআই সুরুজ্জামান।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
১৪ মিনিট আগেরাফিসহ তাঁর বন্ধুরা মিলে বিশ্ব ইজতেমা ময়দানে ক্রিকেট খেলতে যান। খেলা শেষে বাসায় ফেরার পথে বৃষ্টি নামে। ওই সময় হঠাৎ বজ্রপাতে রাফি গুরুতর আহত হন। পরে বন্ধুরা রাফিকে উদ্ধার করে কামারপাড়া আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৮ মিনিট আগেনালিতাবাড়ী দাওধারা কাটাবাড়ী পাহাড়ি এলাকায় বল্লমের আঘাতে অসুস্থ পড়ে ছিল এক বন্য হাতি। আজ বৃহস্পতিবার ওই বন্য হাতিকে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। এতে খুব দ্রুতই হাতিটি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেসাতক্ষীরার তালায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোনা গ্রামে ওই ছাত্রীর নিজবাড়িতে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে