কুড়িগ্রাম প্রতিনিধি
নতুন করে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়লেও কুড়িগ্রাম জেলায় নেই নমুনা পরীক্ষার কিট। এমনকি নমুনা সংগ্রহে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামও নেই। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ লিংকন।
সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় থাকা করোনা পরীক্ষার কিট ও অন্যান্য সরঞ্জাম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ফলে এগুলো দিয়ে নমুনা পরীক্ষা করা সম্ভব নয়। এতে সঠিক ফলাফল না পাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন।
সূত্র আরও জানিয়েছে, এরই মধ্যে নতুন কিট ও সুরক্ষা সরঞ্জামের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর চাহিদাপত্র পাঠানো হয়েছে। তবে এখনো এসব সামগ্রী কুড়িগ্রামে এসে পৌঁছায়নি।
এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বরে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাবের অবকাঠামো নির্মাণ করা হলেও সেখানে নেই নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও জনবল। ফলে ল্যাবটি চালু করা যাচ্ছে না।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, ‘করোনা টেস্ট কিটসহ অন্যান্য সরঞ্জাম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। নতুন করে চাহিদা পাঠানো হয়েছে।’ পিসিআর ল্যাব প্রসঙ্গে তিনি বলেন, ‘ল্যাবের অবকাঠামো প্রস্তুত হলেও সেখানে এখনো কোনো যন্ত্রাংশ ও জনবল নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ল্যাবটি চালু করা সম্ভব হবে।’
সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘জেলায় নমুনা পরীক্ষার কিট নেই। তবে ঈদের ছুটির মধ্যেও আমরা কাজ করে যাচ্ছি। জেলার ৯টি উপজেলায় নমুনা সংগ্রহসহ বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এদিকে দেশে করোনার সংক্রমণ ফের বাড়তে থাকায় বুধবার ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
নতুন করে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়লেও কুড়িগ্রাম জেলায় নেই নমুনা পরীক্ষার কিট। এমনকি নমুনা সংগ্রহে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামও নেই। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ লিংকন।
সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় থাকা করোনা পরীক্ষার কিট ও অন্যান্য সরঞ্জাম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ফলে এগুলো দিয়ে নমুনা পরীক্ষা করা সম্ভব নয়। এতে সঠিক ফলাফল না পাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন।
সূত্র আরও জানিয়েছে, এরই মধ্যে নতুন কিট ও সুরক্ষা সরঞ্জামের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর চাহিদাপত্র পাঠানো হয়েছে। তবে এখনো এসব সামগ্রী কুড়িগ্রামে এসে পৌঁছায়নি।
এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বরে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাবের অবকাঠামো নির্মাণ করা হলেও সেখানে নেই নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও জনবল। ফলে ল্যাবটি চালু করা যাচ্ছে না।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, ‘করোনা টেস্ট কিটসহ অন্যান্য সরঞ্জাম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। নতুন করে চাহিদা পাঠানো হয়েছে।’ পিসিআর ল্যাব প্রসঙ্গে তিনি বলেন, ‘ল্যাবের অবকাঠামো প্রস্তুত হলেও সেখানে এখনো কোনো যন্ত্রাংশ ও জনবল নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ল্যাবটি চালু করা সম্ভব হবে।’
সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘জেলায় নমুনা পরীক্ষার কিট নেই। তবে ঈদের ছুটির মধ্যেও আমরা কাজ করে যাচ্ছি। জেলার ৯টি উপজেলায় নমুনা সংগ্রহসহ বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এদিকে দেশে করোনার সংক্রমণ ফের বাড়তে থাকায় বুধবার ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
৪ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে