Ajker Patrika

পঞ্চগড়ে ‘মামলা তুলে না নেওয়ায়’ এক ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগ

পঞ্চগড় সংবাদদাতা
আপডেট : ০৫ মে ২০২৪, ২০: ৩৩
পঞ্চগড়ে ‘মামলা তুলে না নেওয়ায়’ এক ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগ

পঞ্চগড়ের বোদায় মামলা তুলে না নেওয়ায় তাহের আহমদ দেওয়ান (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে উপজেলার ফুলতলা বাজারে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাহের দেওয়ানকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আহমদিয়া সম্প্রদায়ের নেতা। আগের মামলার আসামিরা এই হামলা চালায় বলে তাঁর অভিযোগ।

উপজেলার ফুলতলা বাজারে বিকাশের এজেন্ট আহমদিয়া সম্প্রদায়ের শালশিরি জামাতের সভাপতি তাহের আহমদ দেওয়ান। গত বছরের সেপ্টেম্বরে রাতে বাড়ি ফেরার পথে তাঁকে মারধর করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫৬ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় মামলা করেন তাহের।

আজ দুপুরে ফুলতলা বাজারে তাহের দোকান খুলতে গেলে পেছন থেকে ছুরি দিয়ে হামলা করা হয়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

তাহের আহমদ দেওয়ান বলেন, ‘আমি দোকান খুলিছিলাম। এ সময় পেছন থেকে আমার ওপর কোরিয়ান ফোল্ডিং ছুরি দিয়ে হামলা করে রাকিব। আমি হাত দিয়ে ছুরি ধরে ফেলি। আমার হাত কেটে গেছে। মাথায় আঘাত লেগেছে। সে আমাকে মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকি দেয়। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রাকিবের নামে থানায় মামলা রয়েছে। তিনি আগে আহমদিয়া ছিলেন, পরে সুন্নি মতাদর্শী হয়েছেন। ঘটনাটি আমরা শুনেছি। তবে এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত