গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

প্রায় ১২ বছর আগে পঞ্চম শ্রেণি পড়ুয়া নিশি মণির সঙ্গে বিয়ে হয় রুবেল মিয়ার। তবে রুবেল মিয়ার মাদক চোরাচালান, জাল টাকা ও নারীদের দিয়ে দেহ ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়ান নিশি মণি। তিনি ফেরাতে পারেননি রুবেল মিয়াকে। অভিযোগ, একপর্যায়ে তাঁকে বাধ্য করা হয় অনৈতিক কাজে। এমন অত্যাচার নির্যাতন সইতে না পেরে বাড়ি ছাড়েন বেশ কয়েকবার। হয়নি নিস্তার। শেষমেশ স্বামীর বাড়িতেই মিলেছে গৃহবধূ নিশি মণির ঝলসানো লাশ।
গৃহবধূর পরিবার ও প্রতিবেশিদের অভিযোগ, নিশির গায়ে অ্যাসিড ছোড়েন রুবেল। পরে হাসপাতালে অবস্থার অবনতি হলে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার পর মারা যান নিশি। তখন ঘটনাকে ভিন্নখাতে নিতে বাড়িতে মোটরসাইকেলে আগুন দিয়েছেন রুবেল মিয়া।
এমন ঘটনা ঘটেছে রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়নের চেংমারী চওরাপাড়া গ্রামে।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গঙ্গাচড়া সদর ইউনিয়নের নবনী দাস জগারঝার এলাকার মোহাম্মাদ আলীর পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে নিশি মণির সঙ্গে বিয়ে হয় একই ইউনিয়নের চেংমারী চওরাপাড়ার সেকেন্দার আলীর ছেলে রুবেল মিয়ার। বিয়ের ১ বছরের মাথায় রুবেল মিয়া (৩৬) ও নিশি মণির (বর্তমান বয়স ২২) ঘর আলো করে জন্ম হয় ফুটফুটে এক ছেলে সন্তানের। খুব ভালোই চলছিল তাঁদের সংসার।
এরই মাঝে রুবেল মিয়া হঠাৎ জড়িয়ে পড়েন মাদক চোরাচালান, জাল টাকা এবং বহিরাগত নারীদের দিয়ে দেহ ব্যবসার সঙ্গে। এসব অনৈতিক কাজে স্ত্রী নিশি মণি বাধা দিলে তাঁর ওপরে চলত অমানবিক নির্যাতন। এসব নির্যাতন সহ্য করতে না পেরে মাঝেমধ্যে রাগ করে পাশের গ্রামে বাবার বাসায় চলে যেতেন নিশি মণি। বাবা গরিব হওয়ায় কিছুদিন পর আবার চলে আসতে হতো স্বামী রুবেলের ঘরে।
এরই মধ্যে তাঁদের সংসারে জন্ম নেয় আরও এক ছেলে সন্তান। কিছুদিন যেতে না যেতেই রুবেল মিয়া বাড়িতে বাইরে থেকে পুরুষ নিয়ে এসে নিশি মণিকে অনৈতিক কাজে বাধ্য করাতে থাকেন। নিশি মণি রাজি না হলে তাঁর ওপরে চলতো অমানবিক নির্যাতন। রুবেল মিয়ার ভয়ে আশপাশে লোকজন কেউ তাঁর বাসায় আসতে সাহস পেতেন না। রুবেলের বাবা-মা প্রতিবাদ করলে তাঁদেরও মারধর করা হতো।
নিশি মণি রুবেলের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে পরিবারকে জানিয়ে কয়েকবার আত্মগোপনে চলে যান। এরপর অনেক খোঁজাখুঁজির পর স্ত্রীকে না পেয়ে রুবেল নিশি মণির ভাইকে বাড়ি থেকে তুলে এনে মারধর করেন ও নিশির খোঁজ দিতে বাধ্য করান। নিশি ফিরে আসলে এই টানাপোড়েনের সংসার টিকে আরও আট বছর।
সর্বশেষ ১৭ মাস আগে রুবেল ও নিশি মণির সংসারে জন্ম নেয় আরেক মেয়ে সন্তান। সন্তান জন্মের কিছুদিনপর আবারও নিশি মণিকে অনৈতিক কাজে বাধ্য করেন স্বামী রুবেল মিয়া। তাঁর এমন অমানবিক নির্যাতন সহ্য করতে না পেয়ে গত বছরের ডিসেম্বর মাসে বাবার বাড়িতে চলে যান নিশি মণি। এরপর নিশি মণিকে নিতে স্বামী রুবেল শ্বশুরবাড়ি যান। শ্বশুর মোহাম্মাদ আলী মেয়েকে জামাতা রুবেলের হাতে তুলে দিতে না চাইলে রুবেল শ্বশুরবাড়িতে দেশিয় অস্ত্র দিয়ে ভাঙচুর চালায়। পরে ভয়ে মোহাম্মাদ আলী মেয়েকে রুবেলের হাতে তুলে দেন। ওই দিন ২৬ ডিসেম্বর রাতে রুবেল শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পর স্ত্রী নিশি মণির গায়ে অ্যাসিড নিক্ষেপ করেন।
অবস্থা গুরুতর হলে রুবেলের পরিবারের লোকজন আহত নিশি মণিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে তাঁর অবস্থা আরও আশঙ্কাজনক হলে গত ৪ জানুয়ারি নিশি মণিকে সেখান থেকে চুপিসারে বাড়িতে নিয়ে আসে রুবেল ও তাঁর পরিবারের লোকজন।
গতকাল সোমবার রাত দেড়টার দিকে স্বামী রুবেলের বাড়িতে নিশি মণির মৃত্যু হয়। বিষয়টি ধামাচাপা দিতে রুবেলের ঘরে থাকা একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয় রুবেল। এরপর তাঁর স্ত্রী আগুনে পুড়ে মারা যাওয়ার মিথ্যা তথ্য ছড়ায় রুবেল ও তাঁর পরিবারের লোকজন।
আজ মঙ্গলবার সকালে তড়িঘড়ি করে নিশি মণির মরদেহটি শ্বশুরবাড়ির লোকজন দাফন করতে গেলে নিশি মণির মৃত্যুর সঠিক তথ্যটি এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে উপস্থিত হলে লাশ রেখে রুবেল ও পরিবারের লোকজন পালিয়ে যায়। সাংবাদিকেরা মৃত্যুর খবর পেয়ে সকালে রুবেলের বাড়িতে যায়। সেখানে রুবেলের বড় ছেলের সঙ্গে কথা বলতে চাইলে রুবেলের বড়ভাই আব্দুর রাজ্জাক সাংবাদিকের ওপর মারমুখী হয়। ফলে সাংবাদিকেরা সেখান থেকে চলে আসেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন আজকের পত্রিকাকে জানান, রুবেল অনেক আগ থেকে মাদক, জাল টাকা এবং নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। রুবেলের নামে জাল টাকা চোরাচালানের অভিযোগে দুটি মামলাও আছে।
রুবেল নিজের বাড়িতে বিভিন্ন প্রভাবশালীদের নিয়ে এসে স্ত্রীকে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করাত। তাঁর বাড়ির পুরো এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। রুবেলের মারমুখি আচরণের কারণে তাঁর বাসার আশপাশ দিয়ে কেউ যেতেন না। তাঁর বাড়ির পুরো এলাকা বিদ্যুতের তার দিয়ে জড়ানো। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এর আগে কয়েকজন আহত হয়েছিল।
তবে নিশি মনির বড় ছেলের দাবি, তাঁর মা ২৬ ডিসেম্বার রাতেই নিজ ঘরে তার বাবার সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। তবে এ সময় এসিড নিক্ষেপের বিষয় তার কাছ থেকে জানতে চাইলে রুবেলের বড় ভাই আব্দুর রাজ্জাক সাংবাদিকদের ওপরে মারমুখি হন। পরে সেখান থেকে সাংবাদিকেরা চলে আসেন।

এ বিষয়ে নিশি মণির বাবা মোহাম্মাদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রুবেলের চাচাতো ভাই ফুল মিয়া আমার স্ত্রী ও আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ৩টি স্ট্যাম্পে সই নেয়। আমাকে এবং আমার স্ত্রীকে বলেছিল, ‘আমার মেয়ের নাকি একটা বড় ধরনের অপারেশন করাতে হবে। আজকে সকালে শুনতেছি আমার মেয়ে মারা গেছে। এর মধ্যে যে আমার মেয়ের সঙ্গে এত কিছু হয়ে গেছে, আমরা এর কিছুই জানতাম না। আমি এর সঠিক বিচার চাই।’
নিশির মা আজকের পত্রিকাকে বলেন, ‘হামাকগুলাক (আমাদেরকে) আজ সকালে রুবেলের চাচাতো ভাই বাড়িত থাকি তুলি নিয়া যাওয়ার পর জানিবার পাই রুবেল আমার মেয়ের গায়ে এসিড ঢালি দিছিল। আমাদের নিয়ে গিয়ে তারা তিনটি স্ট্যাম্পে সই নেয়। আর বলে আমার মেয়ের নাকি অপারেশন করা লাগবে। সই নেয়ার পর শুনি আমার মেয়ে মারা গেইছে।’
রুবেলের বোন রেজওয়ানা বেগম (৩৫) বলেন, ‘আমার ভাবি ২৬ (ডিসেম্বর) তারিখ রাত ১০ টায় নিজের গায়ে নিজেই আগুন লাগিয়েছে। পরের দিন ২৭ তারিখ সাড়ে ১০টায় রংপুর মেডিকেলে ভর্তি করাইছে। চিকিৎসকের পরামর্শে আমরা ঢাকায় নিয়ে যাই। ভাইয়ের বউ মারা যাওয়ায় নিজে আত্মহত্যা করার চেষ্টা করায় ভাইকে বাইরে রাখা হইছে।’
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে বলেন, ‘লাশটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রায় ১২ বছর আগে পঞ্চম শ্রেণি পড়ুয়া নিশি মণির সঙ্গে বিয়ে হয় রুবেল মিয়ার। তবে রুবেল মিয়ার মাদক চোরাচালান, জাল টাকা ও নারীদের দিয়ে দেহ ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়ান নিশি মণি। তিনি ফেরাতে পারেননি রুবেল মিয়াকে। অভিযোগ, একপর্যায়ে তাঁকে বাধ্য করা হয় অনৈতিক কাজে। এমন অত্যাচার নির্যাতন সইতে না পেরে বাড়ি ছাড়েন বেশ কয়েকবার। হয়নি নিস্তার। শেষমেশ স্বামীর বাড়িতেই মিলেছে গৃহবধূ নিশি মণির ঝলসানো লাশ।
গৃহবধূর পরিবার ও প্রতিবেশিদের অভিযোগ, নিশির গায়ে অ্যাসিড ছোড়েন রুবেল। পরে হাসপাতালে অবস্থার অবনতি হলে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার পর মারা যান নিশি। তখন ঘটনাকে ভিন্নখাতে নিতে বাড়িতে মোটরসাইকেলে আগুন দিয়েছেন রুবেল মিয়া।
এমন ঘটনা ঘটেছে রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়নের চেংমারী চওরাপাড়া গ্রামে।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গঙ্গাচড়া সদর ইউনিয়নের নবনী দাস জগারঝার এলাকার মোহাম্মাদ আলীর পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে নিশি মণির সঙ্গে বিয়ে হয় একই ইউনিয়নের চেংমারী চওরাপাড়ার সেকেন্দার আলীর ছেলে রুবেল মিয়ার। বিয়ের ১ বছরের মাথায় রুবেল মিয়া (৩৬) ও নিশি মণির (বর্তমান বয়স ২২) ঘর আলো করে জন্ম হয় ফুটফুটে এক ছেলে সন্তানের। খুব ভালোই চলছিল তাঁদের সংসার।
এরই মাঝে রুবেল মিয়া হঠাৎ জড়িয়ে পড়েন মাদক চোরাচালান, জাল টাকা এবং বহিরাগত নারীদের দিয়ে দেহ ব্যবসার সঙ্গে। এসব অনৈতিক কাজে স্ত্রী নিশি মণি বাধা দিলে তাঁর ওপরে চলত অমানবিক নির্যাতন। এসব নির্যাতন সহ্য করতে না পেরে মাঝেমধ্যে রাগ করে পাশের গ্রামে বাবার বাসায় চলে যেতেন নিশি মণি। বাবা গরিব হওয়ায় কিছুদিন পর আবার চলে আসতে হতো স্বামী রুবেলের ঘরে।
এরই মধ্যে তাঁদের সংসারে জন্ম নেয় আরও এক ছেলে সন্তান। কিছুদিন যেতে না যেতেই রুবেল মিয়া বাড়িতে বাইরে থেকে পুরুষ নিয়ে এসে নিশি মণিকে অনৈতিক কাজে বাধ্য করাতে থাকেন। নিশি মণি রাজি না হলে তাঁর ওপরে চলতো অমানবিক নির্যাতন। রুবেল মিয়ার ভয়ে আশপাশে লোকজন কেউ তাঁর বাসায় আসতে সাহস পেতেন না। রুবেলের বাবা-মা প্রতিবাদ করলে তাঁদেরও মারধর করা হতো।
নিশি মণি রুবেলের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে পরিবারকে জানিয়ে কয়েকবার আত্মগোপনে চলে যান। এরপর অনেক খোঁজাখুঁজির পর স্ত্রীকে না পেয়ে রুবেল নিশি মণির ভাইকে বাড়ি থেকে তুলে এনে মারধর করেন ও নিশির খোঁজ দিতে বাধ্য করান। নিশি ফিরে আসলে এই টানাপোড়েনের সংসার টিকে আরও আট বছর।
সর্বশেষ ১৭ মাস আগে রুবেল ও নিশি মণির সংসারে জন্ম নেয় আরেক মেয়ে সন্তান। সন্তান জন্মের কিছুদিনপর আবারও নিশি মণিকে অনৈতিক কাজে বাধ্য করেন স্বামী রুবেল মিয়া। তাঁর এমন অমানবিক নির্যাতন সহ্য করতে না পেয়ে গত বছরের ডিসেম্বর মাসে বাবার বাড়িতে চলে যান নিশি মণি। এরপর নিশি মণিকে নিতে স্বামী রুবেল শ্বশুরবাড়ি যান। শ্বশুর মোহাম্মাদ আলী মেয়েকে জামাতা রুবেলের হাতে তুলে দিতে না চাইলে রুবেল শ্বশুরবাড়িতে দেশিয় অস্ত্র দিয়ে ভাঙচুর চালায়। পরে ভয়ে মোহাম্মাদ আলী মেয়েকে রুবেলের হাতে তুলে দেন। ওই দিন ২৬ ডিসেম্বর রাতে রুবেল শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পর স্ত্রী নিশি মণির গায়ে অ্যাসিড নিক্ষেপ করেন।
অবস্থা গুরুতর হলে রুবেলের পরিবারের লোকজন আহত নিশি মণিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে তাঁর অবস্থা আরও আশঙ্কাজনক হলে গত ৪ জানুয়ারি নিশি মণিকে সেখান থেকে চুপিসারে বাড়িতে নিয়ে আসে রুবেল ও তাঁর পরিবারের লোকজন।
গতকাল সোমবার রাত দেড়টার দিকে স্বামী রুবেলের বাড়িতে নিশি মণির মৃত্যু হয়। বিষয়টি ধামাচাপা দিতে রুবেলের ঘরে থাকা একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয় রুবেল। এরপর তাঁর স্ত্রী আগুনে পুড়ে মারা যাওয়ার মিথ্যা তথ্য ছড়ায় রুবেল ও তাঁর পরিবারের লোকজন।
আজ মঙ্গলবার সকালে তড়িঘড়ি করে নিশি মণির মরদেহটি শ্বশুরবাড়ির লোকজন দাফন করতে গেলে নিশি মণির মৃত্যুর সঠিক তথ্যটি এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে উপস্থিত হলে লাশ রেখে রুবেল ও পরিবারের লোকজন পালিয়ে যায়। সাংবাদিকেরা মৃত্যুর খবর পেয়ে সকালে রুবেলের বাড়িতে যায়। সেখানে রুবেলের বড় ছেলের সঙ্গে কথা বলতে চাইলে রুবেলের বড়ভাই আব্দুর রাজ্জাক সাংবাদিকের ওপর মারমুখী হয়। ফলে সাংবাদিকেরা সেখান থেকে চলে আসেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন আজকের পত্রিকাকে জানান, রুবেল অনেক আগ থেকে মাদক, জাল টাকা এবং নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। রুবেলের নামে জাল টাকা চোরাচালানের অভিযোগে দুটি মামলাও আছে।
রুবেল নিজের বাড়িতে বিভিন্ন প্রভাবশালীদের নিয়ে এসে স্ত্রীকে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করাত। তাঁর বাড়ির পুরো এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। রুবেলের মারমুখি আচরণের কারণে তাঁর বাসার আশপাশ দিয়ে কেউ যেতেন না। তাঁর বাড়ির পুরো এলাকা বিদ্যুতের তার দিয়ে জড়ানো। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এর আগে কয়েকজন আহত হয়েছিল।
তবে নিশি মনির বড় ছেলের দাবি, তাঁর মা ২৬ ডিসেম্বার রাতেই নিজ ঘরে তার বাবার সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। তবে এ সময় এসিড নিক্ষেপের বিষয় তার কাছ থেকে জানতে চাইলে রুবেলের বড় ভাই আব্দুর রাজ্জাক সাংবাদিকদের ওপরে মারমুখি হন। পরে সেখান থেকে সাংবাদিকেরা চলে আসেন।

এ বিষয়ে নিশি মণির বাবা মোহাম্মাদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রুবেলের চাচাতো ভাই ফুল মিয়া আমার স্ত্রী ও আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ৩টি স্ট্যাম্পে সই নেয়। আমাকে এবং আমার স্ত্রীকে বলেছিল, ‘আমার মেয়ের নাকি একটা বড় ধরনের অপারেশন করাতে হবে। আজকে সকালে শুনতেছি আমার মেয়ে মারা গেছে। এর মধ্যে যে আমার মেয়ের সঙ্গে এত কিছু হয়ে গেছে, আমরা এর কিছুই জানতাম না। আমি এর সঠিক বিচার চাই।’
নিশির মা আজকের পত্রিকাকে বলেন, ‘হামাকগুলাক (আমাদেরকে) আজ সকালে রুবেলের চাচাতো ভাই বাড়িত থাকি তুলি নিয়া যাওয়ার পর জানিবার পাই রুবেল আমার মেয়ের গায়ে এসিড ঢালি দিছিল। আমাদের নিয়ে গিয়ে তারা তিনটি স্ট্যাম্পে সই নেয়। আর বলে আমার মেয়ের নাকি অপারেশন করা লাগবে। সই নেয়ার পর শুনি আমার মেয়ে মারা গেইছে।’
রুবেলের বোন রেজওয়ানা বেগম (৩৫) বলেন, ‘আমার ভাবি ২৬ (ডিসেম্বর) তারিখ রাত ১০ টায় নিজের গায়ে নিজেই আগুন লাগিয়েছে। পরের দিন ২৭ তারিখ সাড়ে ১০টায় রংপুর মেডিকেলে ভর্তি করাইছে। চিকিৎসকের পরামর্শে আমরা ঢাকায় নিয়ে যাই। ভাইয়ের বউ মারা যাওয়ায় নিজে আত্মহত্যা করার চেষ্টা করায় ভাইকে বাইরে রাখা হইছে।’
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে বলেন, ‘লাশটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের কম্পাউন্ডে গতকাল বৃহস্পতিবার রাতে জাটকা হরিলুট হয়। এ সময় শত শত মানুষ কার্যালয়ে ঢুকে জব্দ করা মাছ লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা চারজন আনসার সদস্য প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হন।
১ ঘণ্টা আগে
সিলেটে ৫১৩ বস্তা অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার রাতে সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর চকবাজার ইসলামবাগ এলাকায় একটি বাসা থেকে সোহাগী বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামবাগ নামাপাড়া মসজিদের পাশের একটি বাসার চরতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলা সদরের দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় টর্চ লাইটের আলো জ্বালিয়ে তাঁরা সংঘর্ষে জড়ান।
৩ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের কম্পাউন্ডে গতকাল বৃহস্পতিবার রাতে জাটকা হরিলুট হয়। এ সময় শত শত মানুষ কার্যালয়ে ঢুকে জব্দ করা মাছ লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা চারজন আনসার সদস্য প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হন। অভিযোগ উঠেছে, মৎস্য কর্মকর্তারা বেশ কয়েক কার্টন জাটকা সরিয়ে রেখে অল্প কিছু বিতরণ করতে যান, তখন হট্টগোল বাধে। এরপর সেখানে ঘণ্টাধিক সময় চরম বিশৃঙ্খলা চলে। এ সময় মৎস্য কর্মকর্তা ও স্টাফরা গেট আটকে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, উদ্ধার করা মাছ দুস্থদের মাঝে বিতরণকালে কিছু জাটকা লুট হয়েছে, কিন্তু স্টাফরা মাছ সরিয়ে ফেলেছে—এমনটা সত্য নয়।
গতকাল রাত ৯টার দিকে হঠাৎ মৎস্য অধিদপ্তরের মধ্যে হইচই শুরু হয়। কয়েকজন আনসার হুইসেল দিয়ে থামানোর চেষ্টা করলেও শত শত মানুষ মৎস্য অফিসে ঢুকে পড়েন। সরেজমিনে দেখা যায়, জাটকার কার্টুন নিয়ে কাড়াকাড়ি শুরু হয়। চলে নিজেদের মধ্যে মারামারি। অদূরে গ্যারেজের পাশে মৎস্য অফিসের কয়েকজন স্টাফ জাটকাভর্তি অন্তত তিনটি কার্টন ধরে রাখেন। একপর্যায়ে এক কার্টনভর্তি জাটকা লুট করে নিয়ে যায় উত্তেজিত জনতা। এ সময় ঘটনাস্থলে কিছু নারী ঠায় দাঁড়িয়ে ছিলেন।
ঘটনাস্থলে থাকা একাধিক নারী জানান, তারা প্রতারক। সব মাছ নিজেরা নিয়ে অল্প কিছু অফিসের সামনে রেখে গেট খুলে দিয়েছে। এরপর শত শত সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়েছে।
আমিন হাওলাদার নামের একজন বলেন, ‘মাছ ছিল ১০-১২ কার্টন। কিন্তু এক কার্টনের মাছ বণ্টন করতে গেট খুলে দিলে হরিলুট শুরু হয়। তাদের থামাতে আনসারেরা চেষ্টা করেও পারেনি।
জাটকা নিতে আসা নগরের বদ্ধপাড়ার গৃহিণী নীহারিকা মণ্ডল বলেন, ‘একটা জাটকাও পাইনি। সব লুট হয়েছে। স্যারেরা পেছনে কার্টন ভর্তি করে রেখেছেন।’
মহসীন মিয়া নামের শেরেবাংলা সড়কের যুবক বলেন, কয়েকটি মাদ্রাসার লোকজনকে বস্তা ভরে জাটকা দিয়েছে; কিন্তু গরিবেরা দাঁড়িয়ে থেকেও পায়নি।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুল হাসানকে এ বিষয়ে জানতে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ‘আমি অভিযান করতে নিষেধ করেছিলাম, তারপরও করেছে। আমতলীতেও এভাবে মাছ লুট হয়েছিল। সহকারী মৎস্য কর্মকর্তা আবুল হাসানের নেতৃত্বে অফিসের সামনেই বাস থামিয়ে অভিযান চলে। এ সময় বেশ কিছু মাছ উদ্ধার করা হয়।’ তবে কী পরিমাণ মাছ উদ্ধার হয়েছে, তা জানাতে পারেননি তিনি।
মৎস্য কর্মকর্তা রিপন কান্তি আরও বলেন, কিছু মাছ লোকজন নিয়েছে। সেখানে চারজন আনসার ছিল। স্টাফরা মাছ সরাননি। যারা বলেছে, তারা গুজব ছড়িয়েছে। স্টাফদের জাটকা নেওয়ার সুযোগ নেই।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের কম্পাউন্ডে গতকাল বৃহস্পতিবার রাতে জাটকা হরিলুট হয়। এ সময় শত শত মানুষ কার্যালয়ে ঢুকে জব্দ করা মাছ লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা চারজন আনসার সদস্য প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হন। অভিযোগ উঠেছে, মৎস্য কর্মকর্তারা বেশ কয়েক কার্টন জাটকা সরিয়ে রেখে অল্প কিছু বিতরণ করতে যান, তখন হট্টগোল বাধে। এরপর সেখানে ঘণ্টাধিক সময় চরম বিশৃঙ্খলা চলে। এ সময় মৎস্য কর্মকর্তা ও স্টাফরা গেট আটকে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, উদ্ধার করা মাছ দুস্থদের মাঝে বিতরণকালে কিছু জাটকা লুট হয়েছে, কিন্তু স্টাফরা মাছ সরিয়ে ফেলেছে—এমনটা সত্য নয়।
গতকাল রাত ৯টার দিকে হঠাৎ মৎস্য অধিদপ্তরের মধ্যে হইচই শুরু হয়। কয়েকজন আনসার হুইসেল দিয়ে থামানোর চেষ্টা করলেও শত শত মানুষ মৎস্য অফিসে ঢুকে পড়েন। সরেজমিনে দেখা যায়, জাটকার কার্টুন নিয়ে কাড়াকাড়ি শুরু হয়। চলে নিজেদের মধ্যে মারামারি। অদূরে গ্যারেজের পাশে মৎস্য অফিসের কয়েকজন স্টাফ জাটকাভর্তি অন্তত তিনটি কার্টন ধরে রাখেন। একপর্যায়ে এক কার্টনভর্তি জাটকা লুট করে নিয়ে যায় উত্তেজিত জনতা। এ সময় ঘটনাস্থলে কিছু নারী ঠায় দাঁড়িয়ে ছিলেন।
ঘটনাস্থলে থাকা একাধিক নারী জানান, তারা প্রতারক। সব মাছ নিজেরা নিয়ে অল্প কিছু অফিসের সামনে রেখে গেট খুলে দিয়েছে। এরপর শত শত সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়েছে।
আমিন হাওলাদার নামের একজন বলেন, ‘মাছ ছিল ১০-১২ কার্টন। কিন্তু এক কার্টনের মাছ বণ্টন করতে গেট খুলে দিলে হরিলুট শুরু হয়। তাদের থামাতে আনসারেরা চেষ্টা করেও পারেনি।
জাটকা নিতে আসা নগরের বদ্ধপাড়ার গৃহিণী নীহারিকা মণ্ডল বলেন, ‘একটা জাটকাও পাইনি। সব লুট হয়েছে। স্যারেরা পেছনে কার্টন ভর্তি করে রেখেছেন।’
মহসীন মিয়া নামের শেরেবাংলা সড়কের যুবক বলেন, কয়েকটি মাদ্রাসার লোকজনকে বস্তা ভরে জাটকা দিয়েছে; কিন্তু গরিবেরা দাঁড়িয়ে থেকেও পায়নি।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুল হাসানকে এ বিষয়ে জানতে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ‘আমি অভিযান করতে নিষেধ করেছিলাম, তারপরও করেছে। আমতলীতেও এভাবে মাছ লুট হয়েছিল। সহকারী মৎস্য কর্মকর্তা আবুল হাসানের নেতৃত্বে অফিসের সামনেই বাস থামিয়ে অভিযান চলে। এ সময় বেশ কিছু মাছ উদ্ধার করা হয়।’ তবে কী পরিমাণ মাছ উদ্ধার হয়েছে, তা জানাতে পারেননি তিনি।
মৎস্য কর্মকর্তা রিপন কান্তি আরও বলেন, কিছু মাছ লোকজন নিয়েছে। সেখানে চারজন আনসার ছিল। স্টাফরা মাছ সরাননি। যারা বলেছে, তারা গুজব ছড়িয়েছে। স্টাফদের জাটকা নেওয়ার সুযোগ নেই।

প্রায় ১২ বছর আগে পঞ্চম শ্রেণি পড়ুয়া নিশি মণির সঙ্গে বিয়ে হয় রুবেল মিয়ার। তবে রুবেল মিয়ার মাদক চোরাচালান, জাল টাকা ও নারীদের দিয়ে দেহ ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়ান নিশি মণি। তিনি ফেরাতে পারেননি রুবেল মিয়াকে। অভিযোগ, একপর্যায়ে তাঁকে বাধ্য করা হয় অনৈতিক কাজে। এমন অত্যাচার নির্যাতন সইতে না পেরে বাড়ি ছাড়েন
০৮ জানুয়ারি ২০২৫
সিলেটে ৫১৩ বস্তা অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার রাতে সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর চকবাজার ইসলামবাগ এলাকায় একটি বাসা থেকে সোহাগী বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামবাগ নামাপাড়া মসজিদের পাশের একটি বাসার চরতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলা সদরের দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় টর্চ লাইটের আলো জ্বালিয়ে তাঁরা সংঘর্ষে জড়ান।
৩ ঘণ্টা আগেসিলেট প্রতিনিধি

সিলেটে ৫১৩ বস্তা অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার রাতে সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি থানার কালীঘাট আমজাদ আলী রোডের পেঁয়াজপট্টি এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। পরবর্তী সময়ে বিভিন্ন দোকানে তল্লাশি করে মোট ৫১৩ বস্তায় ২৫ হাজার ৬৫০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়।
যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা। এ ঘটনায় পলাতক এজাহারভুক্ত ছয়জন এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা করার কথা উল্লেখ করা হয়েছে।

সিলেটে ৫১৩ বস্তা অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার রাতে সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি থানার কালীঘাট আমজাদ আলী রোডের পেঁয়াজপট্টি এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। পরবর্তী সময়ে বিভিন্ন দোকানে তল্লাশি করে মোট ৫১৩ বস্তায় ২৫ হাজার ৬৫০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়।
যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা। এ ঘটনায় পলাতক এজাহারভুক্ত ছয়জন এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা করার কথা উল্লেখ করা হয়েছে।

প্রায় ১২ বছর আগে পঞ্চম শ্রেণি পড়ুয়া নিশি মণির সঙ্গে বিয়ে হয় রুবেল মিয়ার। তবে রুবেল মিয়ার মাদক চোরাচালান, জাল টাকা ও নারীদের দিয়ে দেহ ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়ান নিশি মণি। তিনি ফেরাতে পারেননি রুবেল মিয়াকে। অভিযোগ, একপর্যায়ে তাঁকে বাধ্য করা হয় অনৈতিক কাজে। এমন অত্যাচার নির্যাতন সইতে না পেরে বাড়ি ছাড়েন
০৮ জানুয়ারি ২০২৫
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের কম্পাউন্ডে গতকাল বৃহস্পতিবার রাতে জাটকা হরিলুট হয়। এ সময় শত শত মানুষ কার্যালয়ে ঢুকে জব্দ করা মাছ লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা চারজন আনসার সদস্য প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর চকবাজার ইসলামবাগ এলাকায় একটি বাসা থেকে সোহাগী বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামবাগ নামাপাড়া মসজিদের পাশের একটি বাসার চরতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলা সদরের দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় টর্চ লাইটের আলো জ্বালিয়ে তাঁরা সংঘর্ষে জড়ান।
৩ ঘণ্টা আগেঢামেক প্রতিবেদক

রাজধানীর চকবাজার ইসলামবাগ এলাকায় একটি বাসা থেকে সোহাগী বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামবাগ নামাপাড়া মসজিদের পাশের একটি বাসার চরতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মৃত সোহাগী চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার কেশরাঙ্গা গ্রামের আব্দুল গফুরের মেয়ে বর্তমানে ইসলামবাগ নামাপাড়া ছাতা মসজিদের পাশে ৫তলা ভবনের চারতলায় স্বামী মো. সোহেল ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল হক জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে ইসলামবাগের ওই বাসা থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তিনি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, ওই নারী ও তাঁর স্বামী সোহেলের বাড়ি একই গ্রামে। সোহেল ঢাকার লালবাগে একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করেন। এলাকায় অনেকেই সোহেলের কাছে টাকা পায়। টাকার জন্য এলাকা থেকে সোহাগীকেও ফোন দিয়ে হুমকি-ধমকি দিত। এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর কলহ ছিল।
এসআই আরও জানান, ঘটনার সময় স্বামী সোহেল কাজে ছিলেন। দুই সন্তানকে নিয়ে বাসায় ছিলেন ওই নারী। বিকেলে দুই সন্তানকে টাকা দিয়ে দোকানে পাঠান। এরপর সোহাগী দরজা আটকে দেন। দুই সন্তান বাসায় ফিরে এসে দরজা বন্ধ পায়। তখন প্রতিবেশীরা দরজা ভেঙে সোহাগীকে ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় পায়।

রাজধানীর চকবাজার ইসলামবাগ এলাকায় একটি বাসা থেকে সোহাগী বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামবাগ নামাপাড়া মসজিদের পাশের একটি বাসার চরতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মৃত সোহাগী চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার কেশরাঙ্গা গ্রামের আব্দুল গফুরের মেয়ে বর্তমানে ইসলামবাগ নামাপাড়া ছাতা মসজিদের পাশে ৫তলা ভবনের চারতলায় স্বামী মো. সোহেল ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল হক জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে ইসলামবাগের ওই বাসা থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তিনি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, ওই নারী ও তাঁর স্বামী সোহেলের বাড়ি একই গ্রামে। সোহেল ঢাকার লালবাগে একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করেন। এলাকায় অনেকেই সোহেলের কাছে টাকা পায়। টাকার জন্য এলাকা থেকে সোহাগীকেও ফোন দিয়ে হুমকি-ধমকি দিত। এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর কলহ ছিল।
এসআই আরও জানান, ঘটনার সময় স্বামী সোহেল কাজে ছিলেন। দুই সন্তানকে নিয়ে বাসায় ছিলেন ওই নারী। বিকেলে দুই সন্তানকে টাকা দিয়ে দোকানে পাঠান। এরপর সোহাগী দরজা আটকে দেন। দুই সন্তান বাসায় ফিরে এসে দরজা বন্ধ পায়। তখন প্রতিবেশীরা দরজা ভেঙে সোহাগীকে ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় পায়।

প্রায় ১২ বছর আগে পঞ্চম শ্রেণি পড়ুয়া নিশি মণির সঙ্গে বিয়ে হয় রুবেল মিয়ার। তবে রুবেল মিয়ার মাদক চোরাচালান, জাল টাকা ও নারীদের দিয়ে দেহ ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়ান নিশি মণি। তিনি ফেরাতে পারেননি রুবেল মিয়াকে। অভিযোগ, একপর্যায়ে তাঁকে বাধ্য করা হয় অনৈতিক কাজে। এমন অত্যাচার নির্যাতন সইতে না পেরে বাড়ি ছাড়েন
০৮ জানুয়ারি ২০২৫
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের কম্পাউন্ডে গতকাল বৃহস্পতিবার রাতে জাটকা হরিলুট হয়। এ সময় শত শত মানুষ কার্যালয়ে ঢুকে জব্দ করা মাছ লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা চারজন আনসার সদস্য প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হন।
১ ঘণ্টা আগে
সিলেটে ৫১৩ বস্তা অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার রাতে সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলা সদরের দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় টর্চ লাইটের আলো জ্বালিয়ে তাঁরা সংঘর্ষে জড়ান।
৩ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলা সদরের দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সন্ধ্যায় টর্চ লাইটের আলো জ্বালিয়ে তাঁরা সংঘর্ষে জড়ান। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা না গেলেও স্থানীয়ভাবে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের শিশু-কিশোরেরা ফকিরহাটি গ্রামের একটি মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফকিরহাটি গ্রামের এক ছেলে দক্ষিণ আরিফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে।
এর জেরে দুই গ্রামের লোকজন টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে ধানি জমিতে সংঘর্ষে জড়ান। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে গত বুধবার একই উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে দুই ভাইয়ের জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ২০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলা সদরের দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সন্ধ্যায় টর্চ লাইটের আলো জ্বালিয়ে তাঁরা সংঘর্ষে জড়ান। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা না গেলেও স্থানীয়ভাবে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের শিশু-কিশোরেরা ফকিরহাটি গ্রামের একটি মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফকিরহাটি গ্রামের এক ছেলে দক্ষিণ আরিফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে।
এর জেরে দুই গ্রামের লোকজন টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে ধানি জমিতে সংঘর্ষে জড়ান। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে গত বুধবার একই উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে দুই ভাইয়ের জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ২০ জন আহত হন।

প্রায় ১২ বছর আগে পঞ্চম শ্রেণি পড়ুয়া নিশি মণির সঙ্গে বিয়ে হয় রুবেল মিয়ার। তবে রুবেল মিয়ার মাদক চোরাচালান, জাল টাকা ও নারীদের দিয়ে দেহ ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়ান নিশি মণি। তিনি ফেরাতে পারেননি রুবেল মিয়াকে। অভিযোগ, একপর্যায়ে তাঁকে বাধ্য করা হয় অনৈতিক কাজে। এমন অত্যাচার নির্যাতন সইতে না পেরে বাড়ি ছাড়েন
০৮ জানুয়ারি ২০২৫
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের কম্পাউন্ডে গতকাল বৃহস্পতিবার রাতে জাটকা হরিলুট হয়। এ সময় শত শত মানুষ কার্যালয়ে ঢুকে জব্দ করা মাছ লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা চারজন আনসার সদস্য প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হন।
১ ঘণ্টা আগে
সিলেটে ৫১৩ বস্তা অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার রাতে সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর চকবাজার ইসলামবাগ এলাকায় একটি বাসা থেকে সোহাগী বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামবাগ নামাপাড়া মসজিদের পাশের একটি বাসার চরতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
২ ঘণ্টা আগে