Ajker Patrika

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, পাঁচ যুবক গ্রেপ্তার

কুড়িগ্রাম ও ফুলবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৫৩
পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচজন। ছবি: আজকের পত্রিকা
পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচজন। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক গৃহবধূকে (২০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ বৃহস্পতিবার ভোররাতে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গৃহবধূর অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে মইনুল হক (২২) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে স্থানীয় একটি ইউক্যালিপটাস বাগানে মইনুলের সঙ্গে দেখা করতে যান ওই গৃহবধূ। এ সময় মইনুল তাঁর সহযোগী ইয়াকুবের (২৫) সঙ্গে যোগসাজশ করে আরও পাঁচ যুবককে সঙ্গে নিয়ে ধর্ষণের পরিকল্পনা করেন। মঙ্গলবার রাতে গৃহবধূ মইনুলের সঙ্গে দেখা করতে গেলে সাত যুবক মিলে তাঁকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী গতকাল বুধবার ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আজ ভোররাতে মইনুল, ইয়াকুবসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অপর তিন ব্যক্তি হলেন হাসানুর রহমান (২০), সোহেল রানা (২১) ও লাল মিয়া (৪০)। অভিযুক্ত অপর দুই আসামি হলেন আতিয়ার রহমান (৩৫) ও আল আমিন (২০)।

ওসি মামুনুর রশীদ বলেন, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা ও গ্রেপ্তার যুবকদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত