আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে ১৫ বছরের বেশি সময় নানাভাবে হয়রানির শিকার হয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হারুন অর রশিদ নামের এক গ্রাহক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তাঁকে হয়রানি বন্ধ ও এতে জড়িতদের বিচার দাবি করেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার নিউ আগমনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন হারুন। তিনি উপজেলার ফুলতলা গ্রামের বশির উদ্দীনের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হারুন জানান, ২০০২ সালে বালিয়াডাঙ্গী বাজারের হাটসেটে একটি দোকানে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা শুরু করেন। এরপর ২০০৮ সালে ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগটি। কিন্তু ২০১১ সালে হঠাৎ বিদ্যুৎ বিল হাতে পান তিনি। এরপরে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে বিষয়টি অবগত করলে তৎকালীন কর্মরত কনিষ্ঠ প্রকৌশলী কনক সারওয়ার আর এমন ভুতুড়ে বিদ্যুৎ বিল পাঠাবে না বলে তাঁকে আশ্বস্ত করেন।
হারুন বলেন, ‘আশ্বস্তের ছয় বছর পর ২০১৭ সালে দিনাজপুর বিদ্যুৎ আদালত থেকে আমার কাছে একটি নোটিশ পাঠানো হয়। তাতে জানানো হয়েছে ২০০৮ সালের তিন মাসের, ২০০৯ সালের ১২ মাসের, ২০১০ সালের ১২ মাসের, ২০১১ সালের ১ মাসের ও সংশোধিত ১ মাসের বিলসহ ভ্যাট ও বিভিন্ন বাবদ ১১ হাজার ৩৮ টাকা পাওনা রয়েছে। এই বিলের সঙ্গে আরও ২০০ টাকা যুক্ত করে পরিশোধের নির্দেশনা দেন আদালত।’
আদালতের নোটিশ পাওয়ার পর হারুন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কাছে বিষয়টি সমাধানের জন্য অনুরোধ করলে মামলা হওয়ার বরাত দিয়ে টাকা পরিশোধ ছাড়া কোনো রাস্তা নেই বলে তাঁকে জানান কর্মকর্তারা। উপায় না পেয়ে হারুন ২০১৭ সালের ১৮ এপ্রিল আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ টাকা পরিশোধ করেন এবং ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের কাছ থেকে বকেয়া বিল পরিশোধের প্রত্যয়নপত্র নেন। একই প্রত্যয়নপত্র আদালতে পাঠালে দিনাজপুর বিদ্যুৎ আদালত মামলাটি নিষ্পত্তি করে দেন।
হারুন বলেন, ‘২০১৭ সালের সব নিষ্পত্তি হওয়ার পাঁচ বছর পর ২০২২ সালে তাঁকে আবারও বকেয়া বিল পরিশোধের জন্য একটি নোটিশ পাঠায় পল্লী বিদ্যুৎ সমিতি। নোটিশটি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যোগাযোগ করলে সব কাগজপত্র দেখে ভুল স্বীকার করে পরবর্তীকালে এমন আর হবে না মর্মে জানান। এরপরও ৩ এপ্রিল তাঁকে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গীর আঞ্চলিক অফিস থেকে বিচ্ছিন্ন করা সংশ্লিষ্ট মিটারের বিপরীতে ২০১০ সালের জুন মাসের ৪২০ টাকা বকেয়া বিল চেয়ে একটি চূড়ান্ত নোটিশ পাঠিয়েছে। এটা আমার জন্য চরম হয়রানির।’
হারুন আরও বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির বিলে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, গ্রাহক তিন মাস বিদ্যুৎ বিল না পরিশোধ করলে তাঁর সংযোগ বিচ্ছিন্ন করা হবে। অথচ আমার বেলায় সংযোগ বিচ্ছিন্ন করার পরেও ভুতুড়ে বিল পাঠানো হলো। ব্যবসা বন্ধ, দোকান বন্ধ থাকার পরেও ৯ বছর পর আমাকে প্রায় চার বছরের বিদ্যুৎ বিল পরিশোধ করতে হলো। এটা কেমন নিয়ম?’
জানতে চাইলে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গী আঞ্চলিক অফিসের উপমহাব্যবস্থাপক আহসান হাবীব বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। সফটওয়্যারের টেকনিক্যাল সমস্যার কারণে এমনটা হয়েছে। আমরা চেষ্টা করছি বিষয়টি সমাধানের।’
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে ১৫ বছরের বেশি সময় নানাভাবে হয়রানির শিকার হয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হারুন অর রশিদ নামের এক গ্রাহক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তাঁকে হয়রানি বন্ধ ও এতে জড়িতদের বিচার দাবি করেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার নিউ আগমনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন হারুন। তিনি উপজেলার ফুলতলা গ্রামের বশির উদ্দীনের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হারুন জানান, ২০০২ সালে বালিয়াডাঙ্গী বাজারের হাটসেটে একটি দোকানে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা শুরু করেন। এরপর ২০০৮ সালে ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগটি। কিন্তু ২০১১ সালে হঠাৎ বিদ্যুৎ বিল হাতে পান তিনি। এরপরে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে বিষয়টি অবগত করলে তৎকালীন কর্মরত কনিষ্ঠ প্রকৌশলী কনক সারওয়ার আর এমন ভুতুড়ে বিদ্যুৎ বিল পাঠাবে না বলে তাঁকে আশ্বস্ত করেন।
হারুন বলেন, ‘আশ্বস্তের ছয় বছর পর ২০১৭ সালে দিনাজপুর বিদ্যুৎ আদালত থেকে আমার কাছে একটি নোটিশ পাঠানো হয়। তাতে জানানো হয়েছে ২০০৮ সালের তিন মাসের, ২০০৯ সালের ১২ মাসের, ২০১০ সালের ১২ মাসের, ২০১১ সালের ১ মাসের ও সংশোধিত ১ মাসের বিলসহ ভ্যাট ও বিভিন্ন বাবদ ১১ হাজার ৩৮ টাকা পাওনা রয়েছে। এই বিলের সঙ্গে আরও ২০০ টাকা যুক্ত করে পরিশোধের নির্দেশনা দেন আদালত।’
আদালতের নোটিশ পাওয়ার পর হারুন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কাছে বিষয়টি সমাধানের জন্য অনুরোধ করলে মামলা হওয়ার বরাত দিয়ে টাকা পরিশোধ ছাড়া কোনো রাস্তা নেই বলে তাঁকে জানান কর্মকর্তারা। উপায় না পেয়ে হারুন ২০১৭ সালের ১৮ এপ্রিল আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ টাকা পরিশোধ করেন এবং ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের কাছ থেকে বকেয়া বিল পরিশোধের প্রত্যয়নপত্র নেন। একই প্রত্যয়নপত্র আদালতে পাঠালে দিনাজপুর বিদ্যুৎ আদালত মামলাটি নিষ্পত্তি করে দেন।
হারুন বলেন, ‘২০১৭ সালের সব নিষ্পত্তি হওয়ার পাঁচ বছর পর ২০২২ সালে তাঁকে আবারও বকেয়া বিল পরিশোধের জন্য একটি নোটিশ পাঠায় পল্লী বিদ্যুৎ সমিতি। নোটিশটি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যোগাযোগ করলে সব কাগজপত্র দেখে ভুল স্বীকার করে পরবর্তীকালে এমন আর হবে না মর্মে জানান। এরপরও ৩ এপ্রিল তাঁকে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গীর আঞ্চলিক অফিস থেকে বিচ্ছিন্ন করা সংশ্লিষ্ট মিটারের বিপরীতে ২০১০ সালের জুন মাসের ৪২০ টাকা বকেয়া বিল চেয়ে একটি চূড়ান্ত নোটিশ পাঠিয়েছে। এটা আমার জন্য চরম হয়রানির।’
হারুন আরও বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির বিলে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, গ্রাহক তিন মাস বিদ্যুৎ বিল না পরিশোধ করলে তাঁর সংযোগ বিচ্ছিন্ন করা হবে। অথচ আমার বেলায় সংযোগ বিচ্ছিন্ন করার পরেও ভুতুড়ে বিল পাঠানো হলো। ব্যবসা বন্ধ, দোকান বন্ধ থাকার পরেও ৯ বছর পর আমাকে প্রায় চার বছরের বিদ্যুৎ বিল পরিশোধ করতে হলো। এটা কেমন নিয়ম?’
জানতে চাইলে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গী আঞ্চলিক অফিসের উপমহাব্যবস্থাপক আহসান হাবীব বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। সফটওয়্যারের টেকনিক্যাল সমস্যার কারণে এমনটা হয়েছে। আমরা চেষ্টা করছি বিষয়টি সমাধানের।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে